সপ্তমবারের মতো চট্টগ্রাম নগরের জামালখান মোড়ে অনুষ্ঠিত হলো বই বিনিময় উৎসব। ফেইল্ড ক্যামেরা স্টোরিজ নামে একটি প্ল্যাটফর্মের উদ্যোগে শুক্রবার দিনব্যাপী এ উৎসব অনুষ্ঠিত হয়। বইপ্রেমীরা নিজেদের পড়া একটি বই জমা দিয়ে অরেকটি বই সংগ্রহ করার সুযোগ পেয়েছেন। সমগ্র, শিশুতোষ, রাজনীতি, আত্মজীবনী, কবিতা, ধর্মতত্ত্ব ও দর্শন, বিজ্ঞান, কথাসাহিত্যসহ মোট ১১টি বিভাগের ১১টি স্টলে বই বিনিময় করছেন বইপ্রেমীরা।