২৫ নভেম্বর মঙ্গলবার বিকেলে রাজধানীর কড়াইল বস্তির বউবাজার অংশের কুমিল্লাপট্টি, বরিশালপট্টি ও ‘ক’ ব্লকে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিটের চেষ্টায় রাত ১০টা ৩৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। শিশুদের নিয়ে নানান রকম দুর্ভোগে পড়েছে আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো। দুর্ঘটনাস্থল ঘুরে এসে শিশুদের দুর্ভোগের ছবি তুলে ধরলেন সুরাইয়া সরওয়ার ও ফারদীন–ই–হাসান।
