অন্দর

ঘরের সোঁদা গন্ধ দূর করতে

বর্ষার সোঁদা গন্ধ দূর করতে ঘর শুকনা রাখার কোনো বিকল্প নেই
ছবি : নকশা

আষাঢ় মাস। বাইরে কখনো ঝুম বৃষ্টি, আবার কখনো টিপ টিপ করে বৃষ্টি পড়েই চলেছে। এর যেন বিরাম নেই। স্যাঁতসেঁতে ভাবের কারণে ঘরে সোঁদা গন্ধ তৈরি করে বাড়তি ঝামেলা।

বর্ষাকালে বাতাসে আর্দ্রতা বেড়ে যায়। তাই সব সময়ই একটা ভেজা ভাব থেকে যায়। বৃষ্টি হওয়ার কারণে জানালা-দরজা বন্ধ রাখতে হয়, সেখান থেকেই সোঁদা গন্ধ তৈরি হয়। ভেজা আবহাওয়ার কারণে বাড়ির দেয়াল, বিছানা, সোফা—সব জায়গাতেই জন্মায় ছত্রাক। আবার ভেজা কাপড় বা জুতাতেও জন্মায় ছত্রাক। এই ছত্রাকই বাজে গন্ধ হওয়ার মূল কারণ বলে জানান গভর্নমেন্ট কলেজ অব হিউম্যান সায়েন্সের (সাবেক গার্হস্থ্য অর্থনীতি কলেজ) সম্পদ ব্যবস্থাপনা ও এন্ট্রাপ্রেনিউরশিপ বিভাগের সহকারী অধ্যাপক তাসমিয়া জান্নাত।

বর্ষার সোঁদা গন্ধ দূর করতে ঘর শুকনা রাখার কোনো বিকল্প নেই বলে জানান তাসমিয়া জান্নাত। বাড়ির আসবাব, জানালা—সবকিছুই শুকনো কাপড় দিয়ে মুছতে হবে এই সময়। ঘরের মেঝে ডিটারজেন্ট এবং গরম পানি দিয়ে মুছে নিতে পারেন। এ ছাড়া সোঁদা গন্ধ দূর করতে লেবুর রসের জুড়ি নেই। লেবুর রসে থাকা অ্যাসিডিক ফরমেশন ব্যাকটেরিয়া ও ফাঙ্গাস দূর করে। ঘর মোছার সময় বালতির পানির সঙ্গে লেবুর রস মিশিয়ে নিন। গন্ধ দূর হবে নিমেষেই। এরপর ফ্যানের বাতাসে ঘর শুকান। লেবুর রস ছাড়া ঘরের মেঝে মোছার সময় ভিনেগার ব্যবহার করতে পারেন। ঘর পরিষ্কার হওয়ার সঙ্গে সঙ্গে হবে গন্ধবিহীন।

বৃষ্টির দিনে ঘরের মেঝে ঘেমে উঠলে শুকনা কাপড় দিয়ে মুছে দিন। তারপর ফ্যানের বাতাসে ঘর শুকিয়ে নিন। এ ছাড়া বৃষ্টির সময় ঘরের দরজা-জানালা বন্ধ থাকলেও বৃষ্টি শেষ হওয়ার পর পর জানালা খুলে বাইরের বাতাস ঘরে ঢুকতে দিন। এতে ঘরের সোঁদা গন্ধ অনেকটা কমে যাবে। ঘরে সতেজ ভাব নিয়ে আসতে রাখতে পারেন বর্ষার সুগন্ধি ফুল।

বর্ষাকালে ঘরে সোঁদা গন্ধ হওয়ার আর একটি কারণ হলো ধোয়া কাপড় শুকানো। বৃষ্টির কারণে বারান্দা বা ছাদে কাপড় শুকানো যায় না। ঘরে কাপড় শুকানো হলে ভেজা গন্ধ থেকেই যাবে। এই সমস্যা থেকে রেহাই পেতে ড্রাই ওয়াশ অথবা ওয়াশিং মেশিনে কাপড় ধোয়া যেতে পারে। সেটা সম্ভব না হলে বৃষ্টি বন্ধ হলে বাইরে শুকাতে হবে, তারপর ফ্যানের বাতাসে কাপড় শুকিয়ে নিতে হবে। সামান্য ভেজা কাপড়ও ভাঁজ করে তুলে রাখা যাবে না, বলে জানান তাসমিয়া জান্নাত।

আরও কিছু

 ঘরের সোঁদা গন্ধের স্থানে বেকিং সোডা ছিটিয়ে রাখুন। একটু পরেই দেখবেন গন্ধ উধাও হয়েছে।

 ঘরে সূর্যের আলো প্রবেশ করতে দিন। বাড়ির দরজা, জানালা অল্প সময় হলেও খোলা রাখুন।

 সপ্তাহে অন্তত এক দিন রান্নাঘরটি জীবাণুনাশক দিয়ে পরিষ্কার করুন।

 লবঙ্গ ও দারুচিনি পানিতে প্রায় আধা ঘণ্টা ভিজিয়ে রাখুন। এরপর এই পানি ফুটিয়ে এটি রুম ফ্রেশনার হিসেবে ব্যবহার করুন।

 স্যাঁতসেঁতে হয়ে যাওয়া দেয়ালগুলো ঠিক করতে, ফাটলগুলো পানিরোধক চুন ভরে দিন। এর ফলে আবার সেই জায়গা স্যাঁতসেঁতে হবে না।

 আলমারিতে ন্যাপথলিন এবং সিলিকা জেল রেখে দিন। সব ধরনের আর্দ্রতা থেকে দূরে রাখে, কাপড়ও ভালো রাখে।