Thank you for trying Sticky AMP!!

বসন্তের এই ফুলগুলো আপনি কতটা চেনেন

গাছে গাছে এখন নতুন পাতা, চারদিকে বসন্তের রঙিন ফুল। আকাশে নীলের পটভূমিতে অশোক, পলাশ, শিমুল, নীলমণিলতা। চারদিকে দোয়েল ও কোকিলের গান। আমাদের মন ও প্রকৃতিকে রাঙিয়ে দেয় বসন্তের কত ফুল। প্রকৃতিবিষয়ক লেখক সৌরভ মাহমুদ–এর ক্যামেরায় দেখুন বসন্তের ২০ ফুল।

পলাশ
শিমুল
কাঁটা মান্দার
কর্ডিয়া
অশোক
মণিমালা
গ্লিরিসিডিয়া
ভাঁট
উদাল
নীলমণিলতা
মাধবী
আকরকাঁটা
রুদ্রপলাশ
কুরচি
বিউমেন্টিয়া
গামারি
ক্যামেলিয়া
বনচালতা
দেবদারু
রক্তকাঞ্চন