Thank you for trying Sticky AMP!!

যেভাবে বানাবেন সুজির চকলেট হালুয়া

শবে বরাতে অনেক বাড়িতেই রুটির সঙ্গে হালুয়ার আয়োজন থাকে। নানা উপকরণে বানানো যায় হালুয়া। রেসিপি দিয়েছেন আফরোজা নাজনীন

সুজি চকলেট হালুয়া

সুজি চকলেট হালুয়া

উপকরণ: সুজি ১ কাপ, ঘি সিকি কাপ, চিনি আধা কাপ, দুধ ১ কাপ, চকলেট সিরাপ ১ টেবিল চামচ, চকলেট এসেন্স ২ ফোঁটা, লবণ ১ চিমটি, পেস্তা ও কাঠবাদামকুচি ২ চা-চামচ, এলাচিগুঁড়া ১ চা-চামচ, কিশমিশ ২ চা-চামচ, কাঠবাদাম সাজানোর জন্য।

প্রণালি: প্রথমে চুলায় প্যান দিয়ে সুজি টালতে থাকুন। একটু লালচে রং হয়ে এলে অর্ধেক ঘি দিয়ে দিন। ভেজে নিন। দুধ দিয়ে বারবার নাড়তে থাকুন। এবার চিনি ও চকলেট সিরাপ দিন। চকলেট এসেন্স দিন। লবণ দিন। বাদামকুচি, কিশমিশ ও এলাচিগুঁড়া ছড়িয়ে দিন। নেড়ে নামিয়ে নিন। পছন্দমতো বাদাম সাজিয়ে পরিবেশন করুন।

গাজর সুজির হালুয়া