২৪৭ দশমিক ৪ বিলিয়ন ডলার নিয়ে বিশ্বের সবচেয়ে ধনীদের তালিকার দ্বিতীয় অবস্থানে আছে জেফ বেজোস। ই-কমার্স জায়ান্ট অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস কমপক্ষে পাঁচ বছর ধরে প্রেম করছেন লরেন সানচেজের সঙ্গে। ২০২৩ সালে বেজোসের ৫০০ মিলিয়ন ডলারের বিলাসবহুল ব্যক্তিগত ইয়টে ইতালির সাগরে অত্যন্ত গোপনীয়তার সঙ্গে বাগ্দান সারেন এই জুটি। ৪৭তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রম্পের শপথ অনুষ্ঠানে লরেন সাহসী পোশাকে উপস্থিত হয়ে নজর কাড়েন, উঠে আসেন ব্যাপক আলোচনায়। চট করে জেনে নেওয়া যাক লরেন সানচেজ সম্পর্কে অজানা কিছু তথ্য।
