জর্জিনাকে দেওয়া রোনালদোর আংটিটার দাম কত হতে পারে

৯ বছর পর এক ইনস্টাগ্রাম পোস্টে হীরার আংটি পরা যুগল হাতের ছবি পোস্ট করে জর্জিনা রদ্রিগেজ নিজেই দিয়েছেন খুশির ইঙ্গিত। ধারণা করা হচ্ছে, সৌদি আরবের রাজধানী রিয়াদে ব্যক্তিগত পরিসরেই জর্জিনাকে বিয়ের প্রস্তাব দিয়েছেন রোনালদো।

ব্যক্তিগত জীবন নিয়ে পারতপক্ষে কথাই বলেন না ক্রিস্টিয়ানো রোনালদো। বিয়েশাদির ব্যাপারে তো আরও না।
ছবি: ইনস্টাগ্রাম থেকে
গত বছর একটা তথ্যচিত্রের জন্য দেওয়া এক সাক্ষাৎকারে একটা ইঙ্গিত দিয়েছিলেন এই পর্তুগিজ ফুটবলার। তিনি বলেছিলেন, এখনো জীবনে ঠিক সেই ‘ক্লিক’টা খুঁজে পাননি। পেলে সেই মুহূর্তেই জর্জিনা রদ্রিগেজকে বিয়ের প্রস্তাব দেবেন।
৯ বছর পর অবশেষে সেই ক্লিকটাই মনে হয় এল। এক ইনস্টাগ্রাম পোস্টে হীরার আংটি পরা যুগল হাতের ছবি পোস্ট করে জর্জিনা রদ্রিগেজ নিজেই দিয়েছেন তেমন ইঙ্গিত।
সোমবার রাতে হঠাৎই ইনস্টাগ্রামে ছবিটা পোস্ট করেন জর্জিনা রদ্রিগেজ। বিছানার ওপর একটি হাত, তার ওপর অনামিকায় হীরার আংটি পরা জর্জিনার হাত। ছবি দেখেই বুঝতে বাকি থাকে না ঘটনা আসলে কী। একটু-আধটু সন্দেহ থাকলেও ক্যাপশনে সেটাও দূর করে দিয়েছেন জর্জিনা, ‘হ্যাঁ, আমি রাজি। এই জীবন এবং আমার বাকি সব জীবনে।’ ধারণা করা হচ্ছে, সৌদি আরবের রাজধানী রিয়াদে ব্যক্তিগত পরিসরেই জর্জিনাকে বিয়ের প্রস্তাব দিয়েছেন রোনালদো।
২০১৬ সালে মাদ্রিদে গুচির শোরুমে জর্জিনার সঙ্গে রোনালদোর পরিচয়। রোনালদো ক্রেতা আর জর্জিনা বিক্রয়কর্মী। সেদিনের সেই পরিচয় আস্তে আস্তে প্রেমে মোড় নেয়।
ফ্যাশন ও বিনোদনজগতে নিজের ক্যারিয়ার গড়তে রোনালদোর সাহায্য পেয়েছেন জর্জিনা।
১৫ বছর বয়সী রোনালদো জুনিয়র এখন খেলছেন আল নাসরের যুবদলে। তার মায়ের পরিচয় কখনো প্রকাশ করেননি রোনালদো।
জর্জিনার সংস্পর্শে এসেই বদলে যান একসময়ের ‘প্লেবয়’ রোনালদো। রোনালদোর বাজে সময়ে যে রকম হাত ধরে পাশে ছিলেন জর্জিনা।
ভক্তদের মধ্যে দুজনের গাঁটছড়া বাঁধা নিয়ে একটা আক্ষেপ ছিল। প্রেমটা পরিণয়ে পরিণত হওয়ার আক্ষেপ। সেটাই কি পূরণ হলো গতকাল!
জর্জিনার অনামিকায় শোভা পাওয়া আংটিটি ডি-ফ্ললেস ক্যাটাগরির আংটি। ডি-ফ্ললেস ক্যাটাগরির আংটিকে বলা হয় হীরার মধ্যে সবচেয়ে দামি ও সুন্দর আংটি। ডিম্বাকার হীরার এই আংটি সম্পর্কে এখনো সব তথ্য জানা যায়নি।
কিন্তু জুয়েলারি ইনফ্লুয়েন্সারদের ধারণা, আংটির হীরাটি ২২ থেকে ৩৫ ক্যারেটের মধ্যে। ক্যারেটের ওপর ভিত্তি করে নির্ভর করবে আংটির দাম। ১ দশমিক ২ মিলিয়ন থেকে ৫ মিলিয়ন ডলারের আশপাশে দাম। বাংলাদেশি টাকায় মূল্য প্রায় ১৪ কোটি ৫০ লাখ টাকা থেকে ৬০ কোটি টাকা!
ফুটবলজগতের মোস্ট এলিজেবল ব্যাচেলর গাঁটছড়া বাঁধতে যাচ্ছেন, টাকার অঙ্কে সবকিছুকে তো ছাড়িয়ে যাবেনই। তবে সব অপেক্ষা বিয়ের আসর নিয়ে। ভক্তদের মধ্যে এটা নিয়ে জল্পনা-কল্পনার শেষ নেই। ব্রিটিশ রাজপরিবারের পর সবচেয়ে কাঙ্ক্ষিত বিয়ে বোধ হয় এটিই হতে চলেছে।

সূত্র: ব্রাইডস ডট কম, পিপলস ডট কম