দীর্ঘদিন পর প্রকাশ্যে একসঙ্গে প্রিতম-শেহতাজ, দেখুন ৬ ছবি

জেফার রহমান ও রাফসান সাবাবের বিয়ের থিম ছিল প্যাস্টেল রং। বিয়ের অনুষ্ঠানে শেহতাজের শাড়ির সঙ্গে মিলিয়েই গোলাপি সিল্কের পাঞ্জাবি পরেন প্রিতম হাসান। দেখুন সেই ছবিগুলো।

জেফার রহমান ও রাফসান সাবাবের বিয়ের থিম ছিল প্যাস্টেল রং। সেই থিমের সঙ্গে মিলিয়েই শেহতাজ পরেছেন হালকা গোলাপি মসলিন শাড়ি
ছবি: ফেসবুক থেকে নেওয়া
শেহতাজের শাড়ির সঙ্গে মিলিয়েই গোলাপি সিল্কের পাঞ্জাবি পরেন প্রিতম হাসান
ডিজাইনার সাফিয়া সাথী জানান, তাঁর সংগ্রহ থেকেই নিজের পছন্দ অনুযায়ী পোশাক বেছে নেন প্রিতম ও শেহতাজ
শেহতাজের শাড়ি ও ব্লাউজে ছিল সোনালি সুতার সিকোয়েন্স ও জারদৌসির কাজ
প্রিতমের সিল্কের পাঞ্জাবিতেও ছিল একই রঙের সুতার এমব্রয়ডারি
শেহতাজের শাড়িটি বানাতে সব মিলিয়ে সময় লেগেছে দুই মাসের বেশি, জানান শাড়িটির ডিজাইনার সাফিয়া সাথী