প্রেমের সম্পর্কে দেশের সীমানা, ধর্ম, সংস্কৃতি—এসব বিষয় ক্রমেই গৌণ হয়ে উঠছে। বাড়ছে ‘মাল্টি কালচারাল’ বিয়ে। গত সেপ্টেম্বরে গাঁটছড়া বাঁধলেন ভারতের গুজরাটের কেভিন বাখদা ও কোরীয় তরুণী মিয়া কাং। তাঁদের প্রথম দেখা সিঙ্গাপুরে, বিয়ে হলো গ্রিসের নির্জন দ্বীপে।

সূত্র: ভোগ সিঙ্গাপুর