Thank you for trying Sticky AMP!!

‘স্বপ্ন’-তে আলু ৩০ ও পেঁয়াজ ৭৫ টাকায়

আলু-পেঁয়াজ নিয়ে ক্রেতারা বেশ উদ্বিগ্ন। এ সময় গ্রাহকদের জন্য স্বস্তির খবর নিয়ে এল ‘স্বপ্ন’। গ্রাহকদের স্বস্তি দিতে প্রতি কেজি আলু ৩০ টাকায় এবং পেঁয়াজ ৭৫ টাকায় বিক্রি করছে দেশের শীর্ষ এই চেইন সুপারশপে। স্বপ্নের আউটলেটগুলোতে ২০ অক্টোবর সকাল থেকেই গ্রাহকেরা এই সেবা নিচ্ছেন।

স্বপ্নের হেড অব বিজনেস মাহাদী ফয়সাল এই অফার সম্পর্কে জানিয়েছেন, সর্বনিম্ন ৩০০ টাকার অন্যান্য পণ্যের বাজার করলেই প্রত্যেক ক্রেতা প্রতি কেজি আলু ৩০ টাকা ও পেঁয়াজ ৭৫ টাকা দরে সর্বোচ্চ দুই কেজি করে কিনতে পারবেন। এই অফার স্টক শেষ না হওয়া পর্যন্ত চলবে। আর মজুতদারেরা যাতে পুনরায় বিক্রির উদ্দেশ্যে কিনে নিয়ে যেতে না পারেন, সে জন্যই মূলত এই শর্ত। স্বপ্নের ই-কমার্স সাইটেও (স্বপ্নডটকম) এই অর্ডার দেওয়া যাবে।

বাজারে আলু ও পেঁয়াজের দাম এখন অনেকটা লাগামহীন। মাত্র এক মাসের ব্যবধানে খুচরা বাজারে আলু ও পেঁয়াজের দাম উদ্বেগজনক হারে বেড়েছে। এরপর বাজারে মূল্য নিয়ন্ত্রণে রাখতে সরকারিভাবে আলুর দামও নির্ধারণ করে দেওয়া হয়। তারপরও খোলাবাজারে নির্ধারিত দামের থেকে বেশিতে আলু বিক্রি হচ্ছে। সেই সঙ্গে পেঁয়াজের দামও বেড়েছে।