মুমতাহিনা টয়া
মুমতাহিনা টয়া

মেরিল-প্রথম আলো পুরস্কার ২০২২

টয়ার হাতে কাঁঠালের ব্যাগ, শাড়িতে বাংলাদেশ

বছর ঘুরে আবার ফিরে এসেছে দেশের বিনোদন অঙ্গনের সবচেয়ে বড় আয়োজন মেরিল-প্রথম আলো পুরস্কার। তারকাবহুল জাঁকজমকপূর্ণ এই আয়োজনের ২৪তম আসর বসেছে আজ শুক্রবার, রাজধানীর শেরেবাংলা নগরের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে। হল অব ফেমে মূল আয়োজন বসার আগে বিকেল পাঁচটা থেকে লালগালিচায় পদার্পণ করেছেন বিনোদনজগতের আমন্ত্রিত তারকারা। কী পোশাক পরলেন তাঁরা, কেমন সাজে সেজেছিলেন? আসুন, দেখে নেওয়া যাক একঝলক...

মেরিল-প্রথম আলো পুরস্কার ২০২২-এ শাড়ি পরে এসেছেন মডেল-অভিনেত্রী মুমতাহিনা টয়া। মসলিনের শাড়িটির ওপর করা হয়েছে হ্যান্ড পেইন্ট এবং পুঁতির সূক্ষ্ম-নিখুঁত কাজ। শাড়িজুড়ে ফুটে উঠেছে গ্রামীবাংলার চিত্র। জেলেরা মাছ ধরছেন, তাঁতিরা কাপড় বুনছেন, তো কেউ তুলছেন শাপলা ফুল। কেবল তা-ই নয়, টয়ার সাজপোশাক আছে বাংলাদেশের জাতীয় ফুল, পাখি ও ফল।

মুমতাহিনা টয়া

যেমন টয়ার হাতব্যাগটির নকশায় আছে কাঁঠাল। ব্লাউজজুড়ে যে গাছের আকৃতি, সেটায় আছে দোয়েল পাখি। শাড়িটি নিয়ে ৪ মাস ধরে পরিকল্পনা করেছেন টয়া এবং মেহের বাই সামিনা সারার স্বত্বাধিকারী সামিনা সারা। শাড়িটি বানাতে খরচ পড়েছে ১ লাখ ২০ হাজার টাকা। স্কেচ এবং রং করতে সময় লেগেছে ১ মাস। এরপর ৪ জন কারিগর ১৫ দিন ধরে শাড়ি এবং ব্লাউজের ওপর হাতের কাজ করেছেন। শুধু কাঁঠালের নকশায় ব্যাগটি তৈরি করতে সময় লেগেছে ১০ দিন।

মুমতাহিনা টয়া