অস্কারের ৯৭তম আসরের লালগালিচার ফ্যাশন যতটা না আধুনিক, তার চেয়ে বেশি নস্টালজিক। বেশির ভাগ তারকার পরনের পোশাকে উদ্যাপিত হয়েছে ‘ওল্ড হলিউড গ্ল্যামার’। চোখ বুলিয়ে নেওয়া যাক চোখ ফেরানো দায়, এমন কিছু আকর্ষণীয় লুকে।
জীবনযাপন ডেস্ক
জর্জিও আরমানির রূপালি মৎস্যকন্যা গাউনে পুরোনো হলিউডের সুবাস নিয়ে লালগালিচায় মার্কিন অভিনেত্রী ও প্রযোজক ডেমি মুর। কে বলবে, ৬২ বসন্ত পার করেছেন তিনি!৩৮ বছর বয়সী ব্রিটিশ অভিনেত্রী ও গায়িকা সিনথিয়া এরিভোর পিত-সবুজ গাউন নিয়ে আলোচনা জমে উঠেছে।৪৬ বছর বয়সী মেক্সিকান-মার্কিন অভিনেত্রী জোয়ি সালদানার হাতে উঠেছে সেরা সহ-অভিনেত্রীর অস্কার। পাশাপাশি খয়েরিরঙা স্ট্র্যাপলেস গাউনটি থেকেও চোখ ফেরানো দায়।
বিজ্ঞাপন
জর্জিও আরমানির রূপালি মেটালিক কাটআউট কলাম গাউনে ৪১ বছর বয়সী ব্রিটিশ অভিনেত্রী ফেলিসিটি জোনস।৫৮ বছর বয়সী হ্যালি বেরির আয়নার টুকরা দিয়ে বানানো গাউনটি এক কথায় ‘ড্রামাটিক’।শ্যানেলের ১৯৯১ সালের একটি সংগ্রহে ৪২ বছর বয়সী মেক্সিকান অভিনেত্রী লুপিতা নিয়োঙ্গোর ওপর থেকে চোখ ফেরানোই দায়।
বিজ্ঞাপন
আরিয়ানা গ্র্যান্ডেকে দেখে মনে হবে, যেন হাওয়ায় ভাসছেন।রালফ লরেনের যে ঝলমলে রূপালি গাউনে দেখা দেন সেলেনা গোমেজ, এ ধরনের গাউন মূলত জনপ্রিয়তা পায় হলিউডের ‘সেক্স সিম্বল’ মেরিলিন মনরোর মাধ্যমে।ভ্যালেন্তিনোর লাল-কালো স্যুটে ৫৫ বছর বয়সী মার্কিন অভিনেতা ও চিত্রনাট্যকার কোলম্যান ডমিঙ্গো।অস্কার ডে লা রেন্টার কাস্টমাইজড করা গাছের পাতার মোটিফে তৈরি ত্রিমাত্রিক রূপালি গাউনে ৪৫ বছর বয়সী মার্কিন অভিনেত্রী, মকেডিয়ান ও প্রযোজক মিন্ডি কেলিং।