মূলত তিনটি বিভাগে স্নাতকোত্তরের সুযোগ আছে ঢাকার ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশে। কোন বিভাগে কী সুযোগ? কেমন খরচ? শিক্ষক ও অ্যালামনাইরাই–বা কী বলছেন? দেখুন একনজরে।

ব্যবসা ও নেতৃত্বে দক্ষ করে গড়ে তোলার জন্যই সাজানো হয়েছে ইউল্যাবের এমবিএ ও ইএমবিএ প্রোগ্রাম দুটি। ৫৭ ক্রেডিটের এমবিএ ডিগ্রির জন্য খরচ পড়বে প্রায় ৩ লাখ ৫৮ হাজার ২৫০ টাকা। অন্যদিকে ১ বছর মেয়াদি ও ৪০ ক্রেডিটের ইএমবিএ ডিগ্রির খরচ ২ লাখ ৬৩ হাজার টাকা। ইএমবিএতে ভর্তির জন্য নির্বাহী পর্যায়ে ২ বছরের চাকরির অভিজ্ঞতা লাগবে। শুক্রবার ক্যাম্পাসে ও শনিবার ক্লাস হয় অনলাইনে।
ইউল্যাবের এমবিএ ও ইএমবিএ প্রোগ্রাম দুটি এমনভাবে তৈরি করা হয়েছে, যেন শিক্ষার্থীরা আধুনিক ব্যবসায়িক পরিবেশে নেতৃত্ব, কৌশলগত চিন্তা ও উদ্ভাবনী দক্ষতার চর্চা করতে পারেন। নতুনভাবে সাজানো কোর্স–কাঠামো, কেসভিত্তিক লার্নিং, শিল্পসংশ্লিষ্ট সেমিনার ও কর্মশালার মাধ্যমে আমরা শিক্ষার্থীদের বাস্তবমুখী প্রস্তুতি নিশ্চিত করি।সারওয়ার উদ্দিন আহমেদ, ডিন, স্কুল অব বিজনেস
চাকরির পাশাপাশি এমবিএ করার সময় আমি ইউল্যাবকে বেছে নিয়েছিলাম এর সুচিন্তিত ও জ্ঞানসমৃদ্ধ সাপ্লাই চেইন কোর্সগুলোর জন্য। এই প্রোগ্রামটি শুধু ক্লাসরুমে সীমাবদ্ধ থাকে না। নিয়মিত প্রশিক্ষণ, সেমিনার, ইন্ডাস্ট্রি ট্যুরে অংশগ্রহণের মাধ্যমেই সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট সম্পর্কে আমার গভীর ধারণা গড়ে উঠেছে।শাইমন সাবাহ, এমবিএর অ্যালামনাই; জ্যেষ্ঠ নির্বাহী (প্রোকিউরমেন্ট), জেমকন ফুড অ্যান্ড অ্যাগ্রিকালচারাল প্রোডাক্টস
ইউল্যাবের এমবিএ প্রোগ্রামটি সাজানোই হয়েছে কর্মজীবীদের উপযোগী করে। তাই ক্লাসের সময়সূচি বেশ নমনীয়। বাস্তবভিত্তিক শিক্ষাদান পদ্ধতি ও অভিজ্ঞ শিক্ষকদের দিকনির্দেশনাও আমাদের বড় পাওয়া। যাঁরা ক্যারিয়ারে পরের ধাপে এগোতে চান, তাঁদের জন্য এই প্রোগ্রামটা কার্যকর হতে পারে।রিফা তাসফিয়া, এমবিএর শিক্ষার্থী ও অগমেডিক্স বাংলাদেশের অপারেশনস সুপারভাইজর
তত্ত্ব, গবেষণা আর বাস্তবিক অভিজ্ঞতার সমন্বয়ে সাজানো হয়েছে ইউল্যাবের মাস্টার ইন কমিউনিকেশন (এমকম) প্রোগ্রাম। মিডিয়া ও ডিজিটাল দুনিয়ায় যাঁরা ক্যারিয়ার গড়তে চান, যাঁরা যোগাযোগ–বিশেষজ্ঞ হিসেবে পেশা করতে চান, এই কোর্স তাঁদের জন্য। ৫৪ ক্রেডিটের মাস্টার ইন কমিউনিকেশন প্রোগ্রামে খরচ পড়বে প্রায় ৩ লাখ ২৭ হাজার ৫০০ টাকা।
যোগাযোগের ভবিষ্যৎকে ধারণ করতে পারেন ইউল্যাবের মাস্টার অব কমিউনিকেশন প্রোগ্রামের মাধ্যমে, যা আজকের তথ্যবহুল ও দ্রুত পরিবর্তনশীল বিশ্বে পেশাজীবী, গবেষক এবং সামাজিক পরিবর্তন সাধকদের জন্য বিশেষভাবে ডিজাইন করা হয়েছে। অভিজ্ঞ ও আন্তর্জাতিক মানের শিক্ষক, বাস্তবভিত্তিক শিক্ষণপদ্ধতি এবং বৈশ্বিক দৃষ্টিভঙ্গিসম্পন্ন এই প্রোগ্রাম আপনাকে নেতৃত্ব দেওয়ার, নতুনত্ব আনার এবং অনুপ্রেরণা ছড়িয়ে দেওয়ার দক্ষতা অর্জনে সহায়তা করবে।সুমন রহমান, ডিন, স্কুল অব সোশ্যাল সায়েন্স
ইউল্যাব আমার কাছে শুধু একটি বিশ্ববিদ্যালয় নয়। এই প্রতিষ্ঠান আমার ওপর বিশ্বাস রেখেছে, আমার সহনশীলতা ও সৃজনশীলতাকে লালন করেছে। সহায়তা, পরামর্শ এবং সুযোগের মাধ্যমে আমি নিজেকে বিকশিত করার আত্মবিশ্বাস পেয়েছি। পরিবর্তনের সঙ্গে মানিয়ে নিতে ও আত্মবিশ্বাসের সঙ্গে যোগাযোগ করতে শিখেছি।আনিকা হোসাইন, এমকমের শিক্ষার্থী, ওয়ার্ল্ড পাবলিক রিলেশনস ফোরামের পুরস্কারজয়ী
ইউল্যাবের সুসংগঠিত থিসিস-ট্র্যাক প্রোগ্রাম আমার সাংবাদিকতার ভিত্তিকে দৃঢ় গবেষণা দক্ষতায় পরিণত করেছে। এই প্রোগ্রাম আমাকে প্রয়োজনীয় জ্ঞান ও আত্মবিশ্বাস দিয়েছে, দক্ষ গবেষক হিসেবে গড়ে তুলেছে, বিদেশে উচ্চশিক্ষা অর্জনের পথ প্রশস্ত করেছে।কোহেরিন ফারহানাজ, এমকমের অ্যালামনাই; বর্তমানে যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত
ইংরেজিতে মাস্টার অব আর্টস ডিগ্রির জন্য ইউল্যাবে দুই ধরনের প্রোগ্রাম আছে। একটি ইংরেজিতে স্নাতকদের জন্য। ১ বছরের এই স্নাতকোত্তর প্রোগ্রামে খরচ হবে ২ লাখ ৩৩ হাজার টাকা। যাঁদের স্নাতক ইংরেজিতে নয়, তাঁরাও মাস্টার্সে ইংরেজি বেছে নিতে পারবেন। ২ বছর মেয়াদি প্রোগ্রামে খরচ পড়বে ৩ লাখ ২০ হাজার ৫০০ টাকা।
ভাষা, সাহিত্য ও সংস্কৃতির নিরিখে সৃজনশীলতার বিকাশ, ব্যক্তি প্রতিভার লালন এবং দক্ষতার উন্নয়ন—এই লক্ষ্যগুলোকে সামনে রেখে সাজানো হয়েছে ইউল্যাবের এমএ ইন ইংলিশ প্রোগ্রামটি। আমাদের এমএতে রয়েছে তিনটি ধারা: লিটারেচার অ্যান্ড কালচারাল স্টাডিজ, অ্যাপ্লাইড লিঙ্গুইস্টিকস অ্যান্ড টেসল (টিচিং ইংলিশ টু স্পিকার্স অব আদার ল্যাঙ্গুয়েজ), এবং ক্রিয়েটিভ রাইটিং। শিক্ষার্থীরা এই তিনটি ধারা থেকে যেকোনো একটিকে তাঁদের আগ্রহ ও ভবিষ্যৎ পরিকল্পনা অনুযায়ী বেছে নিতে পারে। এর মাধ্যমে শিক্ষার্থীরা তাঁদের জ্ঞানের পরিধি বিস্তৃত করার পাশাপাশি নিজেদের প্রস্তুত করে তুলতে পারেন বিভিন্ন পেশায়।কায়সার হক, ডিন, স্কুল অব আর্টস অ্যান্ড হিউম্যানিটিজ
ইউল্যাবের এমএ ইন ইংলিশ (লিটারেচার অ্যান্ড কালচারাল স্টাডিজ) প্রোগ্রামটি আমার বিশ্বসাহিত্য ও সংস্কৃতির পাঠ, তাত্ত্বিক বোঝাপড়া এবং ক্রিটিক্যাল চিন্তাকে গভীর ও প্রসারিত করেছে। আমার পিএইচডি গবেষণার ভিত্তি গড়ে দেওয়ার ক্ষেত্রে গঠনমূলক ভূমিকা রেখেছে।রায়হান রহমান, ইংরেজি বিভাগের অ্যালামনাই; পিএইচডি গবেষক, ইউনিভার্সিটি অব ম্যাসাচুসেটস অ্যামহার্স্ট, যুক্তরাষ্ট্র
ইউল্যাবের অ্যাপ্লায়েড লিংগুইস্টিকস অ্যান্ড টেসলে মাস্টার্স প্রোগ্রামের অভিজ্ঞ শিক্ষক, সহায়ক শিক্ষার পরিবেশ, আধুনিক গবেষণা সুবিধা এবং শিক্ষণপদ্ধতি আমার পেশাগত জীবনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে।ফারজানা মীর, ইংরেজি বিভাগে স্নাতকোত্তরের শিক্ষার্থী; শিক্ষক, নালন্দা উচ্চবিদ্যালয়