সমুদ্রতলের প্রাণীদের জীবন, টিকে থাকা, জলবায়ু পরিবর্তনের প্রভাব, সমুদ্র রক্ষায় উদ্যোগসহ নানা বিষয় নিয়ে আয়োজিত হয় ‘ওশান ফটোগ্রাফার অব দ্য ইয়ার’। আয়োজক ওশানোগ্রাফিক ম্যাগাজিন ও সুইস ঘড়ির ব্র্যান্ড ব্লঁপাঁ। প্রতিযোগিতার ৯টি শাখায় ১৫ হাজারেরও বেশি ছবি জমা পড়েছিল। তার মধ্যে আন্ডারওয়াটার ফটোগ্রাফার ইউরি ইভানোভের তোলা একটি ছবি সামগ্রিকভাবে সেরা হয়েছে।
