দেখুন ঐতিহাসিক স্থাপনা রোজ গার্ডেন প্যালেসের ৮টি ছবি

রোজ গার্ডেন প্যালেস বাংলাদেশের একটি ঐতিহাসিক স্থাপনা। এটির অবস্থান রাজধানীর পুরান ঢাকার টিকাটুলীতে। উনিশ শতকে হৃষিকেশ দাস নামের ধনী ব্যবসায়ী বিনোদনের জন্য রোজ গার্ডেন প্যালেসটি নির্মাণ করেন। প্রাচীন ভবনটি বাংলাদেশের ঐতিহাসিক পুরাকীর্তি হিসেবে বাংলাদেশ সরকার সংরক্ষণ করে। রোজ গার্ডেন ঘুরে ছবি তুলেছেন সুমন ইউসুফ

করিন্থীয় ও গ্রিক স্থাপত্যশৈলী নকশার তৈরি রোজ গার্ডেন প্যালেস এখন দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয়েছে ।
ঐতিহাসিক স্থাপনা রোজ গার্ডেন প্যালেস
সাধারণত রাজকীয় প্রাসাদের সামনে মার্বেল পাথরের মূর্তি বা আবক্ষ মূর্তি দেখা যায়। যেমনটি এই রোজ গার্ডেনের বাগানে দৃশ্যমান।
রোজ গার্ডেনের ঠিক পশ্চিম প্রান্তজুড়ে বিশালাকারের একটি সুন্দর পুকুর রয়েছে
রোজ গার্ডেনে প্রবেশের প্রধান গেট। পাশেই আছে টিকিট কাউন্টার। টিকিটের মূল্য ৩০ টাকা।
রোজ গার্ডেন প্যালেস প্রায় ২২ বিঘা জমির ওপর নির্মিত হয়েছিল।
ভবনটির আয়তন প্রায় ৭ হাজার বর্গফুট এবং উচ্চতা ৪৫ ফুট।
প্রাসাদের সামনে বাগানে রয়েছে মার্বেলের তৈরি কয়েকটি সুদৃশ্য মূর্তি।
প্রতিদিন সকাল ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত রোজ গার্ডেন খোলা থাকে