ক্যারিয়ারে সফল কে না হতে চায়? কিন্তু সফল হওয়ার উপায়টা কী? কেউ উপায় বাতলে দিলে সেটা শুনবেনই–বা কেন? তবে উপায় যদি বলে দেন বিশ্বখ্যাত ব্যবসায়ী ও উদ্যোক্তা ওয়ারেন বাফেট কিংবা অ্যালফাবেট ও গুগলের সিইও সুন্দর পিচাই? তাহলে তো কথাই নেই!

এই পরামর্শ দিয়েছেন বার্কশায়ার হাথওয়ের চেয়ারম্যান ও সিইও ওয়ারেন বাফেট। তাঁর ভাষ্য, জীবনে সফল হতে গেলে আপনার চারপাশে ভালো মূল্যবোধসম্পন্ন চৌকস লোকজন থাকা খুব দরকার। এমন লোকদের সঙ্গে কাজ করলে আপনি প্রতিনিয়ত কিছু না কিছু শিখতেই থাকবেন। ফলে একসময় আপনিও চলে যাবেন সাফল্যের শীর্ষে।
বাফেট এই পরামর্শ গত মে মাসে তাঁর বিনিয়োগপ্রতিষ্ঠান বার্কশায়ার হাথওয়ের শেয়ারহোল্ডারদের মিটিংয়েই শুধু দেননি, এই কথা তিনি বলে আসছেন প্রায় দুই দশক ধরে।
বাফেট মনে করেন, অভিজ্ঞদের সঙ্গে মিশলে তরুণদের অনেক উপকার। তাই কর্মক্ষেত্রে যাঁরা নতুন, তাঁদের মন হতে হবে অনেক নমনীয়, যাতে চৌকস বা অভিজ্ঞদের কাছ থেকে দ্রুত শিখতে পারেন।
এই পরামর্শ দিয়েছেন সাধারণ মধ্যবিত্ত পরিবার থেকে সাফল্যের চূড়ায় উঠে আসা সুন্দর পিচাই। তরুণ চাকরিজীবীদের জন্য তাঁর বক্তব্য, যখন আপনি কর্মক্ষেত্রে আপনার চেয়ে চৌকস কাউকে দেখতে পাবেন, তাঁর কাছ থেকে কিছু শেখার জন্য যা করা দরকার, করবেন।
পিচাই বলেন, এমন লোকদের সঙ্গে কাজ করার চেষ্টা করুন, যাঁরা আপনার কাজ করার যোগ্যতাকে টেনে আরও লম্বা করে দেবে। আর এটাই আপনাকে বড় করবে।
সুন্দর পিচাই গুগলে কাজ করার আগেও প্রকৌশলী হিসেবে বিভিন্ন কোম্পানিতে কাজ করেছেন। এসব জায়গায় তিনি এমন কিছু লোকের সঙ্গে কাজ করেছেন, যাঁদের দক্ষতা তাঁকে বিস্মিত করেছে। সহকর্মীদের সঙ্গে কাজ এবং কথা বলতে গিয়ে মাঝেমধ্যেই চমৎকৃত হয়েছেন। তরুণদের উদ্দেশে সুন্দর পিচাই বলেছেন, এমন কিছু সহকর্মীর সঙ্গে কাজ করতে হবে, যাঁরা আপনাকে বিস্মিত করবে। আর ক্যারিয়ারের শুরুতে এমন বেশ কিছু বিস্ময়কর মুহূর্ত থাকা দরকার।
কর্মক্ষেত্রে নিজের অদক্ষতাকে ভয় না পাওয়ার পরামর্শ দিয়েছেন সুন্দর পিচাই। বলেছেন, ‘যদি দেখেন, অন্যদের তুলনায় কর্মদক্ষতায় আপনি পিছিয়ে, তবে ভয় পাবেন না।’
বরং এ বিষয়ে দিলখোলা হওয়ার কথা বলেছেন পিচাই। তাঁর পরামর্শ, ‘এমন হলে বরং আপনার চেয়ে যাঁরা বেশি প্রতিভাবান, তাঁদের সঙ্গে বেশি মেশার চেষ্টা করুন। এতে তাঁদের দেখে আপনি অনেক কিছু শিখতে পারবেন। দক্ষ লোকের কাজকর্ম পর্যবেক্ষণ করে তাঁদের বিশেষত্ব ও কাজের মূল্যবোধ শিখতে পারবেন।’
এটাও সুন্দর পিচাইয়ের পরামর্শ। নিজের জন্য সব সময় আরামদায়ক কাজ ত্যাগ করার কথা বলেছেন তিনি। সব সময় একই ধরনের জানা কাজ ঘুরেফিরে করলে নতুন দক্ষতা শেখা হয় না। ফলে নতুন চ্যালেঞ্জ নিতে বলেছেন পিচাই।
তাঁর পরামর্শ, নিজেকে কঠিন অবস্থায় ফেলুন, যা আপনাকে নতুন দক্ষতা অর্জনে সাহায্য করবে। এমনকি অনেক সময় এমন সব দক্ষতা অর্জন করতে পারবেন, যা আপনাকেই চমকে দিতে পারে।
সূত্র: সিএনবিসি