Thank you for trying Sticky AMP!!

নিজে বানাই একুশের পোশাক

প্রথমেই শিশুর জন্য সুতি বা গেঞ্জির কাপড় বেছে নিন। এই ধরণে কাপড় হলে দারুণভাবে বসবে রং। আবার এসব কাপড়ে রং ছড়িয়ে যায় না বলে, কাজ করতেও সুবিধা।

প্রথমে কাগজে বর্ণমালার অক্ষর লিখে নিলে কাজ করতে সুবিধা হবে। ইচ্ছেমতো যেকোনো অক্ষর, চাইলে শিশুর নামের আদ্যক্ষর ব্যবহারেও ওরা আনন্দিত হবে। যে পোশাকে রং করতে চান, সেটির ওপর কার্বন পেপার রেখে ওপরে বর্ণমালা লেখা কাগজ রাখতে হবে। পেনসিল বা কলম দিয়ে বর্ণমালার ওপর আঁকলে সেই ছাপ আঁকা হয়ে যাবে কাপড়ে। এবার অ্যাক্রেলিক রং কিংবা ব্লক রঙের কৌটায় তুলি ডুবিয়ে সাদা পোশাকে লাল ও কালো রং ব্যবহার করতে পারেন।

শুধু কালো রং বা সাদা রং দিয়েও বর্ণমালা রং করা যাবে। রং করা শেষে সারা দিন বাতাসে মেলে রাখলেই গায়ে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবে একুশের পোশাক।