৬ সংখ্যাটা নানা কারণেই বিশেষ। ১, ২ ও ৩–এর যোগফল ছয়, গুণফলও। আবার খেলাধুলায়ও ৬-এর বিশেষ ভূমিকা আছে; হোক সেটা লুডু কিংবা ক্রিকেট! অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় ৬৬তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশের ৬ জনের দল। আগামীকাল হবে উদ্বোধন। ৬ কি আমাদের জন্য ‘সৌভাগ্যের’ সংখ্যা হবে? চলুন, এবারের গণিতদলের সঙ্গে পরিচিত হওয়া যাক।

তৃতীয়বারের মতো আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে অংশ নিচ্ছি। গত বছর ইংল্যান্ডে সম্মানসূচক স্বীকৃতি পেয়েছিলাম। এর আগে ইরানিয়ান জ্যামিতি অলিম্পিয়াডে পেয়েছি ব্রোঞ্জ। অন্য অলিম্পিয়াডের প্রশ্নপত্র সমাধানের মাধ্যমে এবারের প্রস্তুতি নিয়েছি। যেহেতু আগের অভিজ্ঞতা আছে, তাই এবার যারা নতুন, তাদের সঙ্গে নিজের অভিজ্ঞতা ভাগাভাগি করছি, পরামর্শ দিচ্ছি। সিনিয়র সদস্য হিসেবে আরও ভালো করার চেষ্টা করছি। ইচ্ছা আছে ভবিষ্যতে এআই ও মেশিন লার্নিং নিয়ে কাজ করব।জিতেন্দ্র বড়ুয়া, বাকলিয়া সরকারি কলেজ, চট্টগ্রাম
আন্তর্জাতিক অলিম্পিয়াডে অংশ নিচ্ছি এবারই প্রথম। সব ঠিক থাকলে আমার জন্য উড়োজাহাজে চড়ার অভিজ্ঞতাও এটাই প্রথম হবে। ভারত মহাসাগর পাড়ি দিয়ে যাব অস্ট্রেলিয়ায়। অলিম্পিয়াডের মতো উড়োজাহাজভ্রমণ নিয়েও আমি বেশ রোমাঞ্চিত। বিগত বছরের প্রশ্নগুলোর সমাধান করে প্রস্তুতি নিচ্ছি। সমাধানের চেয়ে প্রশ্ন বোঝার চেষ্টাটাই করছি বেশি। ভবিষ্যতে আমার যন্ত্রকৌশল নিয়ে পড়ার ইচ্ছা।রায়হান সিদ্দিকী, চট্টগ্রাম কলেজ, চট্টগ্রাম
প্রশ্ন সমাধান করার চেয়ে ভাবতে আমার বেশি ভালো লাগে। ভাবার চর্চাটাই এখন করে যাচ্ছি। কম্বিনেটরিকসের প্রশ্ন নিয়ে বেশি ঘাঁটাঘাঁটি করছি। প্রোগ্রামিং, কোডিংয়ের প্রতি আমার আগ্রহ আছে। অবসরে জাপানি ভাষা শিখি। ভবিষ্যতেও গণিত নিয়েই পড়ালেখা করতে চাই।জাওয়াদ হামীম চৌধুরী, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা
আন্তর্জাতিক অলিম্পিয়াডে দ্বিতীয়বারের মতো অংশ নিচ্ছি। গত বছর ব্রোঞ্জ জিতেছিলাম। এবার যেন আগের চেয়ে ভালো ফল পাই, সেটাই লক্ষ্য। গত বছরের অনেক বন্ধু এবারের অলিম্পিয়াডে আসবে। তাদের সঙ্গেও দেখা করার অপেক্ষায় আছি। গণিত অলিম্পিয়াড তো শুধু প্রশ্ন সমাধানের জায়গা নয়, এখানে বিদেশের অনেক বন্ধুর সঙ্গে পরিচয়ও হয়। দেশ–বিদেশের বন্ধুদের সঙ্গে গণিতসহ অনেক বিষয়ে আলাপ হয়।মনামী জামান, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা
জ্যামিতির সমস্যাগুলোর ওপরই এবার জোর দিচ্ছি বেশি। গত বছর সম্মানসূচক স্বীকৃতি পেয়েছিলাম, এবার আরও ভালো করার ইচ্ছা। আন্তর্জাতিক অলিম্পিয়াডের আগে আমরা গণিত ক্যাম্পে অংশ নিয়েছি, সেখানে মেন্টরদের কাছ থেকে বিভিন্ন কৌশল শেখা হয়েছে। আশা করি কৌশলগুলো কাজে লাগাতে পারব। কম্পিউটারভিত্তিক সমস্যা সমাধানের প্রতি আমার আগ্রহ আছে। ভবিষ্যতে কম্পিউটার নিয়েই পড়তে চাই।তাহসিন খান, ময়মনসিংহ জিলা স্কুল, ময়মনসিংহ
আমি দশম শ্রেণিতে পড়ি। স্কুলের পড়ার পাশাপাশিই গণিত অলিম্পিয়াডের জন্য প্রস্তুতি নিতে হয়েছে। ক্যাম্পে গত বছরের বিভিন্ন প্রশ্ন সমাধানের চেষ্টা করছি। কিছু প্রশ্ন অনেক কঠিন। নতুন নতুন প্রশ্ন শুরুতে ভয় লাগে, কিন্তু সমাধানের জন্য একটু সময় দিলেই জট খুলতে থাকে। আশা করছি ভালো করব। প্রথমবার উড়োজাহাজে চড়ব, এটাও আমার জন্য রোমাঞ্চকর অভিজ্ঞতা হবে আশা করি। বড় হয়ে তড়িৎ ও ইলেকট্রনিকস প্রকৌশলে পড়তে চাই।এম জামিউল হোসেন, রাজউক উত্তরা মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা