নতুন উপন্যাস নিয়ে মোহিত কামাল

মোহিত কামাল
মোহিত কামাল

বিশ্বের উন্নত-অনুন্নতনির্বিশেষ সব দেশের সব সমাজের নারী-সদস্যকে যে বিভীষিকার সম্মুখীন হতে হয়, তার নাম ধর্ষণ। বাংলাদেশের সমাজেও এই বিভীষিকা থেকে মুক্ত হতে পারেনি নারী। এই পটভূমিতে এবার নতুন একটি উপন্যাস লিখছেন মোহিত কামাল।

ডাঙায় ডুবোজীবন নামে এ উপন্যাস অচিরেই প্রকাশিত হবে প্রথমা প্রকাশন থেকে। উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র বীথি কৈশোরে ধর্ষণের শিকার হয়। এ দুর্ঘটনা তার জীবনকে ম্লান করে দেয়। তবে তার পাশে দাঁড়ায় তার পরিবার। পরে বিয়ে করে বীথি। এরপর তার জীবনে শুরু হয় নতুন সংকট। উপন্যাস প্রসঙ্গে মোহিত কামাল বলেন, ‘এই উপন্যাসে আমি বিভিন্ন চরিত্রের মাধ্যমে সামাজিক বিভিন্ন সংকট চিহ্নিত করার পাশাপাশি তা থেকে উত্তরণের একটা পথও খোঁজার চেষ্টা করেছি।’

গ্রন্থনা: অন্য আলো ডেস্ক