Thank you for trying Sticky AMP!!

নবীন-প্রবীণের শিল্পকর্ম

>ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ৭০ বছর পূর্তি এবং জয়নুল উৎসব-২০১৮ উপলক্ষে চারুকলার জয়নুল গ্যালারিতে চলছে বিশেষ শিল্পকর্ম প্রদর্শনী। এই প্রদর্শনী চলবে ২০ ডিসেম্বর পর্যন্ত। প্রদর্শনীতে স্থান পেয়েছে অনুষদের সাবেক ও বর্তমান শিল্পী-শিক্ষকদের শিল্পকর্ম। গ্যালারির দুটি কক্ষে মোট ১০৭ জন শিল্পীর ভাস্কর্য, চিত্রকর্ম ও দৃশ্যশিল্প প্রদর্শিত হচ্ছে। নবীন শিল্পীদের পাশাপাশি রয়েছে শিল্পাচার্য জয়নুল আবেদিন, আবদুর রাজ্জাক, সফিউদ্দীন আহমেদ, কামরুল হাসান, শফিকুল আমীন, আনোয়ারুল হক, কাইয়ুম চৌধুরী, মুস্তাফা মনোয়ার, রফিকুন নবী, হাশেম খান, মনিরুল ইসলাম, শিশির কুমার ভট্টাচার্য্যের শিল্পকর্ম। ছবিগুলো মঙ্গলবারের।
গ্যালারি-১-এ প্রদর্শিত চিত্রকর্মগুলো দেখছেন দর্শনার্থীরা।
টেপা পুতুলটি তৈরি করেছেন শিল্পী মরণচাঁদ পাল।
শিল্পী নাসিমা হক মিতুর একটি শিরোনামহীন শিল্পকর্ম।
লাটিমকে উপজীব্য করে শিল্পকর্মটি সৃষ্টি করেছেন আবদুল মোমেন মিল্টন।
শিল্পী আজহারুল ইসলাম শেখের ভিন্নধর্মী একটি ভাস্কর্য।
ভাস্কর হামিদুজ্জামান খানের একটি শিল্পকর্ম।