অলংকরণ: এস এম রাকিবুর রহমান
অলংকরণ: এস এম রাকিবুর রহমান

কবিতা

চলা

সবকিছু ভুলে যেতে যত দূর যেতে হয়,
যেতে হয় যতখানি আড়াল।
সব নিয়ে চলি, ফেলে আসা ছায়ার পিছন।
তুলে রাখি মানুষের মুখোশের
যত সব কথা। যাওয়ার ডাক আসে;
তবু তারে বলি—জীবনে বাঁচতে হলে,
কিছু ভুলে কিছু নিয়ে আড়ালেও চলে যেতে হয়।