<p>এবার শব্দ হয়ে ওঠো<br>দ্ব্যর্থবোধক নয়; পরিপূর্ণ<br>একটিই শব্দ প্রকম্পন,<br>যেন পিনাক টংকার।<br><br>কাল দংশনে লুপ্ত পুরাণের<br>পাতায় পাতায় শব্দ হয়ে ওঠো।<br><br>অমরাবতীর মায়া প্রাচীর ভেদ করে<br>আরশ কাঁপিয়ে দশদিক<br>মর্ত্যলোকে সশব্দ গর্জনে<br>একটিই শব্দ হয়ে ওঠো।</p>
<p>এবার শব্দ হয়ে ওঠো<br>দ্ব্যর্থবোধক নয়; পরিপূর্ণ<br>একটিই শব্দ প্রকম্পন,<br>যেন পিনাক টংকার।<br><br>কাল দংশনে লুপ্ত পুরাণের<br>পাতায় পাতায় শব্দ হয়ে ওঠো।<br><br>অমরাবতীর মায়া প্রাচীর ভেদ করে<br>আরশ কাঁপিয়ে দশদিক<br>মর্ত্যলোকে সশব্দ গর্জনে<br>একটিই শব্দ হয়ে ওঠো।</p>