<p>কোনো কোনো দিন</p><p>আপনাকে চিনি না,</p><p>বলতে ইচ্ছা হয় </p><p>আপনি আসলে কে?</p><p>বলতে ইচ্ছা হয় </p><p>আপনার ভেতরে </p><p>আমার যে ছায়া</p><p>রাখা আছে </p><p>সেটা কোথায়?</p>.<p>তাসেরও ছায়া পড়ে,</p><p>দোভাষি দিনটা তখন</p><p>ভুলে যায় বলতে </p><p>কী ছিল কথার দাম...</p> <p>ছায়া বন্ধক রেখে </p><p>আমি চলে যাই</p>
<p>কোনো কোনো দিন</p><p>আপনাকে চিনি না,</p><p>বলতে ইচ্ছা হয় </p><p>আপনি আসলে কে?</p><p>বলতে ইচ্ছা হয় </p><p>আপনার ভেতরে </p><p>আমার যে ছায়া</p><p>রাখা আছে </p><p>সেটা কোথায়?</p>.<p>তাসেরও ছায়া পড়ে,</p><p>দোভাষি দিনটা তখন</p><p>ভুলে যায় বলতে </p><p>কী ছিল কথার দাম...</p> <p>ছায়া বন্ধক রেখে </p><p>আমি চলে যাই</p>