উইলিয়াম শেক্সপিয়ারের শিল্পকর্ম সমগ্রের প্রথম চারটি সংস্করণের এক সেট এ মাসে নিলামে তোলা হচ্ছে। আশা করা হচ্ছে, নিলামে এগুলোর দাম সাড়ে চার মিলিয়ন পাউন্ড (৬ মিলিয়ন ডলার) উঠতে পারে। গত মাসে শেক্সপিয়ারের ৪৬১তম জন্মদিনে সোথবির নিলামঘর এগুলো বিক্রির ঘোষণা দেয়। এতে বলা হয়, ১৯৮৯ সালের পর প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ ফোলিওর একটি সেট একক লট হিসেবে নিলামে তোলা হবে।
নিলাম সংস্থাটি বিক্রয়মূল্য সাড়ে তিন মিলিয়ন থেকে সাড়ে চার মিলিয়ন পাউন্ডের মধ্যে অনুমান করেছে। ১৬১৬ সালে শেক্সপিয়ারের মৃত্যুর পর নাটকগুলো একক খণ্ডে সংগ্রহ করেন তাঁর বন্ধু জন হেমিংস ও হেনরি কন্ডেল। তাঁরা নাট্যদল কিংস মেনের অভিনেতা ও শেয়ারহোল্ডার।
মিস্টার উইলিয়াম শেক্সপিয়ার্স কমেডিজ, হিস্টোরিজ অ্যান্ড ট্র্যাজেডি শিরোনামের ফার্স্ট ফোলিওতে ৩৬টি নাটক প্রকাশিত হয়, যার অর্ধেক প্রথমবারের মতো প্রকাশিত হয়। পণ্ডিতেরা বলেন, বইটি না থাকলে ম্যাকবেথ, দ্য টেম্পেস্ট, টুয়েলভথ নাইট-এর মতো নাটকগুলো হয়তো হারিয়ে যেত। সোথবি এই খণ্ডটিকে ‘ইংরেজি সাহিত্যের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রকাশনা’ বলে অভিহিত করেছে।
১৬২৩ সালে প্রথম সংস্করণে প্রায় ৭৫০ কপি মুদ্রিত হয়েছিল, যার মধ্যে ২৩০ কপি আছে বলে জানা যায়। যার বেশির ভাগ জাদুঘর, বিশ্ববিদ্যালয় বা গ্রন্থাগারে সংরক্ষিত আছে। ২০২০ সালে নিলামে ৯ দশমিক ৯ মিলিয়ন ডলারে বিক্রি হয়েছিল ব্যক্তিগত সংগ্রহে থাকা কয়েক কপি ফার্স্ট ফোলিও।
সূত্র: এপি
গ্রন্থনা: রবিউল কমল