রাজশাহী নগরের প্রাণকেন্দ্র সাহেববাজার। এই সাহেববাজারে সহজে প্রবেশ করার জন্য কোটি কোটি টাকা ব্যয় করে, শত শত দালান ভেঙে, ৬০ ফুট চওড়া রাস্তা তৈরি করে গোরহাঙ্গা মোড় থেকে সাহেববাজার জিরো পয়েন্ট পর্যন্ত সড়ক বানানো হয়েছে। যাতে করে সহজে মানুষ গাড়ি নিয়ে আসা-যাওয়া করতে পারে।
সাহেববাজারের মধ্য দিয়েও একটি বড় রাস্তা আছে। যার মাঝখানে আইল্যান্ড অবস্থিত। জিরো পয়েন্টে শুধু আইল্যান্ড নেই। গোরহাঙ্গা মোড় থেকে আসা রাস্তা এই জিরো পয়েন্ট পার হয়ে আরডিএ মার্কেটে প্রবেশ করেছে। সেই জিরো পয়েন্ট এখন ট্রাফিক পুলিশের পক্ষ থেকে বন্ধ করে দেওয়া হয়েছে। এখন মানুষকে সাহেববাজারে প্রবেশ করতে হলে জিরো পয়েন্ট থেকে আধা কিলোমিটার পূর্বে কুমারপাড়া মোড় ঘুরে ঢুকতে হচ্ছে।
রাজশাহী নগরের দক্ষিণ পাশে পদ্মা নদী হওয়ায় সেদিক থেকে কোনো মানুষ শহরে ঢোকে না। চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, নাটোরসহ সারা দেশের যত মানুষ এই শহরে প্রবেশ করে তারা সবাই গোরহাঙ্গা টু জিরো পয়েন্ট রাস্তা ব্যবহার করে সাহেববাজার আসে।
সাহেববাজার জিরো পয়েন্ট বন্ধ করে দেওয়ায় সেখানকার জ্যাম কিছুটা কমেছে, কিন্তু কুমারপাড়া মোড় ও সোনাদিঘী মোড়ে দ্বিগুণ জ্যাম সৃষ্টি হয়েছে।
জিরো পয়েন্ট বন্ধ হওয়ার কারণে মানুষ এখন বিকল্প পথ বেছে নিচ্ছে। তারা গলিপথে গাড়ি ঢোকাচ্ছে। এতে করে গলি রাস্তায় ভিড় ও দুর্ঘটনা লেগেই আছে। এসব ছাড়াও আরও নানা ধরনের ছোট-বড় সমস্যা সৃষ্টি হচ্ছে। তাই কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
মো. আইয়ুব আলী
শিক্ষার্থী, রাজশাহী কলেজে।