চিঠিপত্র

পরিত্যক্ত ভবনটি এখন মাদকের আখড়া

কক্সবাজার জেলার কুতুবদিয়া উপজেলার ধূরুং হাই স্কুল অ্যান্ড কলেজ স্টেডিয়ামের পূর্ব পাশে পরিত্যক্ত অবস্থায় দাঁড়িয়ে আছে একটি ঝুঁকিপূর্ণ দোতলাবিশিষ্ট কমিউনিটি সেন্টার। এই ভবন নির্মাণ করা হয় ষাটের দশকে। ১৯৯১ সালের ঘূর্ণিঝড়ের পর ভবনটি ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে।

তিন দশকের বেশি সময় ধরে পরিত্যক্ত অবস্থায় দাঁড়িয়ে থাকা এই ভবনের চারপাশে নেই কোনো দরজা ও জানালা। ধ্বংসস্তূপ ভাঙা জানালার ওপর জন্মেছে বিভিন্ন ধরনের গাছ। প্রতিনিয়ত দেয়ালের রড, সিমেন্ট ও ইটগুলো খসে পড়ছে। যেকোনো মুহূর্তে ভবনটি মাটিতে লুটিয়ে পড়ার আশঙ্কা আছে।

কখনো কখনো এখানে মদ-গাঁজা ও ইয়াবা সেবন করতে দেখা যায় বখাটেদের। অবৈধ ও অশ্লীল কাজ করার জন্য এটি একটি নিরাপদ স্থান হয়ে দাঁড়িয়েছে। এ ছাড়া এখানে স্থানীয় বাসিন্দারা মৃত পশু-পাখি ও ময়লা-আবর্জনা ফেলে ডাস্টবিন হিসেবে ব্যবহার করার কারণে প্রতিনিয়ত দুর্গন্ধ ছড়ায়। এই ঝুঁকিপূর্ণ ভবনের পাশ দিয়ে নিয়মিত চলাফেরা করতে হয় স্কুল-কলেজের শিক্ষার্থী ও স্থানীয় পথচারীদের।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আহ্বান থাকবে ভবনটি ভেঙে ফেলুন। এতে স্কুল-কলেজের শিক্ষার্থী ও স্থানীয় পথচারীরা নিরাপদে যাতায়াত করতে পারবে এই পথ দিয়ে। অন্যদিকে রক্ষা পাবে পরিবেশের ভারসাম্যও।

আবদুল্লাহ নাজিম আল মামুন

কুতুবদিয়া, কক্সবাজার