লম্বা ছুটিতে ঈদযাত্রা শুরু হয়েছে কয়েক দিন আগেই। প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে বাড়ির উদ্দেশে রাজধানী ছেড়েছেন সাধারণ মানুষ। তবে এবার আগের মতো চরম ভোগান্তি হয়নি মানুষের। ঈদযাত্রায় ১ মে কমলাপুর রেলস্টেশন ও লঞ্চ টার্মিনালের কিছু দৃশ্য।
ঈদ উপলক্ষে রাজধানী ছেড়ে বাড়িতে ছুটছেন সাধারণ মানুষ। কমলাপুর রেলস্টেশন
বিজ্ঞাপন
আসন পেতে জানালা দিয়েই সন্তানকে তুলে দিচ্ছেন এক দম্পতি
বিজ্ঞাপন
ঈদযাত্রায় গরম থেকে স্বস্তি পেতে ট্রেনের জানালায় ফ্যান ঝুলিয়ে নিয়েছেন এক যাত্রীট্রেনের বগিতে পর্যাপ্ত জায়গা না পেয়ে মালবাহী বগিতে চেপে বসেছেন যাত্রীরাট্রলি না থাকায় ভারী ভারী ব্যাগ নিয়ে নির্দিষ্ট বগিতে পৌঁছাতে বেশ কষ্ট পোহাতে হয় যাত্রীদেরকয়েকটি ট্রেন বিলম্বিত হওয়ায় বিপাকে পড়েন যাত্রীরা। তাই স্টেশনে অপেক্ষা করতে দেখা যায় যাত্রীদেরট্রেন বিলম্বিত। এই ফাঁকে সন্তানের সঙ্গে দুষ্টুমি করেই সময় কাটাচ্ছেন বাবাসদরঘাট লঞ্চ টার্মিনালে লঞ্চের সারি লঞ্চের ডেক বোঝাই করে ঈদ উদ্যাপনের জন্য শহর ছাড়ছেন মানুষসদরঘাট লঞ্চ টার্মিনালে ঘরমুখী মানুষের ঢললঞ্চে ঝুঁকি নিয়ে চলাচল নিষেধ করতে কর্তৃপক্ষের মাইকিংপরিবার নিয়ে লঞ্চে ওঠার জন্য ঘাটে ছুটছেন যাত্রীরাগাদাগাদি করে ঝুঁকি নিয়ে লঞ্চে উঠছেন যাত্রীরা