ঈদকে সামনে রেখে বিভিন্ন প্রসাধন সামগ্রীর মতো চুড়ির চাহিদাও বেড়ে যায়। রাজধানীর লালবাগের শহীদনগরে রয়েছে বেশ কয়েকটি ধাতব চুরির কারখানা। বাড়তি চাহিদা মেটাতে ব্যাপক কর্মযজ্ঞ চলছে কারখানাগুলোতে। ছবিটি আজ বুধবার (৭ সেপ্টেম্বর, ২০১৬) তোলা। ছবি: আবদুস সালামঅ্যালুমিনিয়াম তার দিয়ে তৈরি করা হয় এসব চুড়ি। ছবি: আবদুস সালামচলছে ঝালাইয়ের কাজ। ছবি: আবদুস সালামচুড়ি রং করতে তৈরি করা হচ্ছে সোনালি রং। ছবি: আবদুস সালামচুমকি ও জরি লাগার অপেক্ষায় লাল চুড়ি। ছবি: আবদুস সালামচুড়ির আকৃতি ঠিকঠাক করছেন একজন শ্রমিক। ছবি: আবদুস সালামশুকানোর জন্য রাখা হয়েছে সদ্য রং করা চুড়ি। ছবি: আবদুস সালামএকমুঠো চুড়িতে নির্দিষ্ট পরিমাণের চুড়ি থাকে। ছবি: আবদুস সালামবাজারজাত করার জন্য তৈরি চুড়িগুলো বাক্সে ভরা হচ্ছে। ছবি: আবদুস সালামথরে থরে ঝুলিয়ে রাখা হয়েছে নানা রঙের চুড়ি। ছবি: আবদুস সালাম