বর্ষা মৌসুম বিলে মাছ ধরা

বর্ষা মৌসুম চলছে, চারদিকে পানি জমেছে। কিছুদিন বৃষ্টি না হলে আবার সেই পানি শুকিয়ে যেতে থাকে। সেখানে মাছ ধরতে ধুম পড়ে যায়। গ্রামের পর গ্রাম জুড়ে এমন দৃশ্য এখন চোখে পড়ে। নানা বয়সের নারী, পুরুষ ও শিশু মনের আনন্দে এই মাছ ধরছেন। মাছ ধরার এই ছবিগুলো রংপুরের আশপাশে থেকে সম্প্রতি তোলা।

রাতভর পানি সেচ দিয়ে সকালে মাছ ধরতে ব্যস্ত একদল কিশোর।
রাতভর পানি সেচ দিয়ে সকালে মাছ ধরতে ব্যস্ত একদল কিশোর।
জমির মাঝখানে একটু পানি। সেখানে থাকা ছোট মাছ খুঁজছেন বোতল হাতে নিয়ে এক নারী।
পানি শুকিয়ে একটি খালে এসে পড়েছে পানি। সেখানে মাছ ধরতে জাল ফেলেছেন বয়স্ক এই ব্যক্তি।
কচুরিপানার নিচে মাছ খুঁজছেন এই ব্যক্তি।
বাবা ও ছেলে মিলে জমি থেকে মাছ ধরছেন।
অদূরে একটি শুকিয়ে যাওয়া জমির মাঝখানে মাছ ধরছে দুই শিশু।
আকাশে কালো মেঘ তবুও মাছ ধরতে বিশাল প্রান্তরে একা পানি সেচ দিচ্ছেন এই যুবক।
জমিতে ট্রাক্টর দিয়ে চাষ করা হচ্ছে। সেখানে ভেসে ওঠা মাছ ধরছেন নানা বয়সের মানুষ।
একহাতে জাল ধরে আরেক হাত দিয়ে পানি সেচ দিচ্ছেন এই বয়স্ক নারী।