কাঁচা মরিচের হাট

বগুড়ার আদমদীঘি উপজেলার কোমারপুর চারমাথা এলাকা। চারটি রাস্তা এসে মিলেছে বলে স্থানীয় লোকজন জায়গাটিকে এই নামে ডাকেন। জ্যৈষ্ঠ থেকে ভাদ্র মাস পর্যন্ত এখানে কাঁচা মরিচের বেচাকেনা চলে। প্রতিদিন দুপুর ১২টায় হাট বসে। চলে সন্ধ্যা পর্যন্ত। দিনে ১০ থেকে ১২ ট্রাক কাঁচা মরিচ এখানে বিক্রি হয়। গত শুক্রবার কোমারপুর চারমাথার কাঁচা মরিচের হাটসহ আশপাশের খেত ঘুরে ছবিগুলো তোলা।

গাছে ধরেছে কাঁচা মরিচ।
গাছে ধরেছে কাঁচা মরিচ।
কাঁচা মরিচের খেত পরিচর্যায় ব্যস্ত কৃষক।
হাটে বস্তায় বস্তায় কাঁচা মরিচ।
হাটে ওঠা কাঁচা মরিচ দেখাচ্ছেন একজন।
বস্তায় ভরে রাখা কাঁচা মরিচের মান যাচাই করে দেখছেন কয়েকজন।
বিক্রির আগে স্তূপ করে রাখা হয়েছে কাঁচা মরিচ।
প্রতি বস্তায় ৮০ কেজি করে কাঁচা মরিচ মেপে তোলা হচ্ছে।
বিক্রয় হওয়া কাঁচা মরিচের দাম বুঝে নিচ্ছেন চাষি।
পরের মৌসুমে চারা করার জন্য পাকা মরিচ থেকে বীজ সংগ্রহ করছেন এক নারী।