আমের মৌসুমে সরগরম ফলমুন্ডী

আমের ভরা মৌসুমে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জসহ বিভিন্ন এলাকা থেকে প্রতিদিন ট্রাকভর্তি আম আসছে চট্টগ্রামের ফলমুন্ডীতে। সকাল থেকে রাত পর্যন্ত চলছে আম নামানো, আড়তে তোলা ও খুচরা বাজারে সরবরাহের তোড়জোড়। হিমসাগর, গোপালভোগ, ল্যাংড়া ও আম্রপালি জাতের আম আকার ও মানভেদে প্রতি কেজি বিক্রি হচ্ছে ৫০ থেকে ১০০ টাকায়। ছবিতে ব্যস্ততম ফলমুন্ডীর কিছু চিত্র।

সড়কের ওপর আমভর্তি ট্রাকের সারি
সড়কের ওপর আমভর্তি ট্রাকের সারি
ট্রাক থেকে নামানো হচ্ছে আম
আম সরবরাহে ব্যস্ত শ্রমিকেরা
আমের গাড়ির কারণে সড়কে যানজট
রিকশায় তোলা হচ্ছে আম
ট্রাক থেকে আম নিয়ে ভ্যানে সাজানো হচ্ছে
সিএনজিচালিত অটোরিকশায় তোলা হচ্ছে আম
ক্রেটে রাখা আম দেখছেন এক ক্রেতা