গ্রীষ্ম মৌসুমের হরেক রকমের ফলে ভরে উঠেছে রাঙামাটি শহর। প্রতিদিন শহরের বনরূপা সমতাঘাটে আম, কাঁঠাল, লিচু, চিনাল, কলা, রসকো, বেল, আনারসসহ নানান ফল বেচাকেনা হচ্ছে। সারা দেশ থেকে মৌসুমি ফল বিক্রেতারা এসে কিনে নিয়ে যাচ্ছেন। সম্প্রতি ফলবাজার ঘুরে ছবিগুলো তোলা—
