উড়ালসড়কে বাস

ঢাকা দ্রুতগতির উড়ালসড়কে (ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে) চালু হলো বাসসেবা। আজ সোমবার বেলা সোয়া ১১টার দিকে রাষ্ট্রায়ত্ত পরিবহন সংস্থা বিআরটিসির আটটি বাস দিয়ে শুরু হলো এ সেবা। খামারবাড়ির খেজুরবাগান থেকে বিমানবন্দর পর্যন্ত ভাড়া ৩৫ টাকা। আর জসীমউদ্‌দীন পর্যন্ত ১৭ কিলোমিটার রুটের ভাড়া নির্ধারণ করা হয়েছে ৪০ টাকা। দ্রুতগতির উড়ালসড়কের আজকের ছবি তুলেছেন সাজিদ হোসেন

ই-টিকেটিং ব্যবস্থায় টিকিট কাটছেন যাত্রীরা
 ই-টিকেটিং ব্যবস্থায় টিকিট কাটছেন যাত্রীরা
টিকিট কেটে বাসে উঠছেন যাত্রীরা।
টিকিট চেক করছেন বাসের কন্ডাক্টর।
বাস ছাড়ার আগে সিটে বসে আছেন যাত্রীরা।
বাসে ওঠে স্বস্তি যাত্রীদের।
এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেট কারের সঙ্গে চলছে বিআরটিসি বাস।
বনানী এলাকা পাড়ি দিচ্ছে বিআরটিসির বাস।