বাবুই পাখির বাসা

তালগাছে বাসা বুনছে বাবুই পাখি। বগুড়া সদর উপজেলার বথুয়াবাড়ী গ্রামের এক পাশে এক পায়ে দাঁড়িয়ে থাকা তালগাছে বাবুই পাখির বাসা বাঁধানোর ছবি নিয়ে এই গল্প

বাসা বুনতে কচি ধানগাছের পাতা সংগ্রহ করে এনেছে বাবুই পাখি
বাসা বুনতে কচি ধানগাছের পাতা সংগ্রহ করে এনেছে বাবুই পাখি
তালগাছে বানানো ঘরে বসে ডাকছে বাবুই পাখি
বাসা বুনছে এক বাবুই। পাশেই ডাকছে চড়ুই পাখি
উড়ে যাচ্ছে বাবুই পাখি
দল বেঁধে বাস করে বাবুই পাখি
বাসায় বসে এক বাবুই পাখি
বাসা থেকে উড়ে যাচ্ছে বাবুই পাখি
বাসায় অলস সময় পার করছে বাবুই পাখি