রথের মেলার প্রস্তুতি

কয়েক দিন পরই সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম বড় ধর্মীয় উৎসব রথযাত্রা। এই উৎসব ঘিরে বসে মেলা। এসব মেলায় বাহারি শিশু খেলনা ও মাটির তৈরি তৈজসপত্র তুলবেন অনাথ চন্দ্র পাল। বাড়িজুড়ে রাখা এসব তৈজসপত্র রাঙিয়ে তুলতে এখন পার করছেন কর্মব্যস্ত সময়। বগুড়ার গাবতলী উপজেলার বামুনিয়া পালপাড়ায় রথের মেলার প্রস্তুতি নিয়ে এবারের ছবির গল্প।

ঘরের এক পাশে বসে নিজ হাতে তৈরি মাটির ব্যাংক রাঙিয়ে তুলছেন
ঘরের এক পাশে বসে নিজ হাতে তৈরি মাটির ব্যাংক রাঙিয়ে তুলছেন
ঘরজুড়ে নানা রঙের মাটির ব্যাংক
রঙের কাজে সহযোগিতা করছেন বাড়ির অন্যরাও
রাঙানো হচ্ছে মাটির তৈরি কড়াই
সাজিয়ে রাখা হয়েছে মাটির তৈরি নানা খেলনা
রং করা মাটির তৈরি খেলনা পাটা
বাহারি সব খেলনা জড়ো করে রাখা হয়েছে
রং করা মাটির তৈজসপত্র শুকাতে দেওয়া হয়েছে
মেলার জন্য প্রস্তুত নানা রঙের মাটির ব্যাংক