সুবিশাল আকৃতির গাছটিকে দূর থেকে দেখলে যে কেউ বটগাছ ভেবে ভুল করতে পারেন। আকৃতিতে বটগাছের মতো হলেও মূলত এটি সূর্যপুরী জাতের একটি আমগাছ। ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার মন্ডুমালা গ্রামে এই আমগাছ টিকে আছে শতাব্দী ধরে। লতানো আমগাছটি দাঁড়িয়ে আছে দুই বিঘার বেশি জায়গাজুড়ে। উচ্চতা ৮০-৯০ ফুট। গাছটির তিন দিক থেকে ১৯টি ডালপালা বেরিয়ে অক্টোপাসের মতো মাটি আঁকড়ে ধরেছে। প্রতিদিনই আমগাছটি দেখতে ভিড় জমান দেশি-বিদেশি পর্যটকেরা। গাছটিকে কাছ থেকে দেখতে জনপ্রতি গুনতে হয় ২০ টাকা। মন্ডুমালা গ্রামের আমগাছটি নিয়ে আজকের ছবির গল্প।
