‘কানামাছি ভোঁ ভোঁ, যাকে পাবি তাকে ছোঁ’—তপ্ত দুপুরে গাছের ছায়ায় একদল শিশু গুনগুন করে গাইছে এই সুর। আপনমনে মেতেছে হারিয়ে যেতে বসা কানামাছি খেলায়। কানামাছি খেলায় মেতে থাকা শিশুদের দুরন্তপনা আর উচ্ছ্বাসের ছবিগুলো খুলনার বটিয়াঘাটা উপজেলার তেঁতুলতলা এলাকায় সম্প্রতি তোলা—