লামায় অবৈধ ইটভাটা

বান্দরবানে নিয়মনীতির তোয়াক্কা না করে অসংখ্য অবৈধ ইটভাটা গড়ে উঠেছে। এতে পরিবেশ দূষিত হচ্ছে। এসব ইটভাটায় বেশির ভাগই জ্বালানি হিসেবে পোড়ানো হচ্ছে বনের কাঠ আর পাহাড় কেটে মাটি দিয়ে বানানো হচ্ছে ইট। ঝিরির পথ আটকিয়ে ও এক্সকাভেটর দিয়ে দিনরাত কাটা হচ্ছে বড় বড় পাহাড় আর উজাড় হচ্ছে শত শত একর বনভূমি। ছবিতে লামা উপজেলায় একাধিক অবৈধ ইটভাটা

ইটভাটার সীমানা বাড়ানোর জন্য পাহাড় কাটার পর এক্সকাভেটর দিয়ে মাটিগুলো সমান করা হচ্ছে। শিবাতলী, ফাইতং এলাকা।
 ইটভাটার সীমানা বাড়ানোর জন্য পাহাড় কাটার পর এক্সকাভেটর দিয়ে মাটিগুলো সমান করা হচ্ছে। শিবাতলী, ফাইতং এলাকা।
শিবাতলী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ঘেঁষে অবস্থিত বিবিএম ২ ইটভাটার মুখ থেকে বের হচ্ছে ধোঁয়া।
ইটভাটায় শ্রমিক হিসেবে কাজ করছে দুই শিশু। শিবাতলী, ফাইতং।
চিমনিতে এইচবিএম নাম লেখা। কিন্তু বিবিএম ২ নাম দিয়ে চলছে ইটভাটা। শিবাতলী, ফাইতং।
লোকালয় ও নদী থেকে নির্দিষ্ট দূরত্বে ইটভাটা নির্মাণের বিধান থাকলেও তা মানা হচ্ছে না এখানে। বনাঞ্চল ও স্কুল ঘেঁষে গড়ে উঠেছে ইটভাটা। শিবাতলী, ফাইতং
অতিরিক্ত ইটবোঝাই ট্রাক চলাচলের কারণে নষ্ট হচ্ছে যাতায়াতের সরকারি রাস্তা। শিবাতলী, ফাইতং
এক্সকাভেটর দিয়ে দিনরাত কেটে উজাড় হওয়া শত শত একর বনভূমি। গজালিয়া, লামা।
ইটভাটায় পোড়ানোর জন্য নিয়ে আসা কাঠ। মুরুংপাড়া, আজিজনগর