চলন বিলে ধান কাটা উৎসব

নাটোরে অবস্থিত প্রায় ৪০ হাজার একরের হালতি বিল দেশের সবচেয়ে বড় ও প্রসিদ্ধ চলন বিল। বর্ষা মৌসুমে বিস্তীর্ণ জলাভূমিতে পরিণত হয় বিলটি। ফেব্রুয়ারিতে পানি শুকিয়ে গেলে বিভিন্ন জাতের ধান চাষ করা হয় সেখানে। এপ্রিল থেকে শুরু হয় ধান কাটা। এ সময় বিলজুড়ে ধান কাটার ‘উৎসব’ শুরু হয়ে যায়। বিঘাপ্রতি ধান উৎপাদন হয় ২৫ থেকে ৩২ মণ।

খেতে পাকা ধান কাটতে ব্যস্ত মৌসুমি কৃষকেরা।
খেতে পাকা ধান কাটতে ব্যস্ত মৌসুমি কৃষকেরা।
ধান কাটার পর মাথায় করে নিয়ে যাওয়া হচ্ছে।
কাটা ধান নেওয়া হচ্ছে মাঠে তৈরি অস্থায়ী বাথানে।
বিশেষভাবে তৈরি বাহনে কাটা ধান নিয়ে যাওয়া হচ্ছে।
ধান নেওয়ার জন্য সারিবদ্ধ হয়ে যাচ্ছে মহিষের গাড়ি।
বাথানে মাড়াই করা ধান শুকাতে ব্যস্ত দুই শ্রমিক।
ধান পরিষ্কার রাখতে নাইলনের তৈরি বিশেষ জাল ব্যবহার করা হয়।
দিনভর ধান পরিবহনের ফাঁকে ক্লান্ত মহিষদের একটু অবসর।
ধানমাড়াইয়ে ব্যস্ত সময় পার করছেন শ্রমিকেরা।
ধানমাড়াই শেষে গোখাদ্যের জন্য শুকানো হচ্ছে খড়।
ধান কাটার মৌসুমে ভ্রাম্যমাণ দোকান বসে বিলে।
কাটা-মাড়াইয়ের পর ধান বস্তায় ভরা হচ্ছে।