গরমে তৃপ্তি আনে তালের রস

ফরিদপুরের পথেঘাটে তালগাছ আছে অনেক। বজ্রপাত থেকে রক্ষা পেতে তালগাছ রোপণ করা হয়েছে কিছু স্থানে। চৈত্র থেকে জ্যৈষ্ঠ মাস পর্যন্ত গাছিরা তালগাছ থেকে রস সংগ্রহ করেন। তালের রসে গরম কাটে বলে এর চাহিদা বেশি। চলমান গরমে এই চাহিদা আরও বাড়িয়ে দিয়েছে। তালের রস দিয়ে তৈরি করা হয় পাটালি ও ঝোলা গুড়। এ নিয়ে ছবির গল্প।

গাছ কাটার সরঞ্জাম ছ্যানা ধার দিচ্ছেন গাছি
গাছ কাটার সরঞ্জাম ছ্যানা ধার দিচ্ছেন গাছি
হাঁড়ি নিয়ে গাছে উঠছেন গাছি
ভারে হাঁড়ি নিয়ে রস সংগ্রহে যাচ্ছেন গাছি
রস আহরণের জন্য গাছ প্রস্তুত করছেন গাছি
রস সংগ্রহ করে হাঁড়ি নিয়ে বাড়ি ফিরছেন
সড়কের পাশে বসে বিক্রি করা হচ্ছে তালের রস
গুড় তৈরি জন্য রস ঢালছে তাফালে
রস জ্বাল দিচ্ছেন গৃহবধূ
তালের রস পরিষ্কার পেতে হাঁড়িতে দেওয়া হচ্ছে চুন
তালের রসের হাঁড়ি পরিষ্কার করা হচ্ছে
গুড় তৈরির জন্য রস জাল দেওয়া শেষে নামানো হচ্ছে