রাঙামাটির কাটাছড়ি এলাকার কাপ্তাই হ্রদবেষ্টিত ‘রাঙা দ্বীপ রিসোর্ট’। সেখানকার বাগানে চীনা হ্যাট আর বাগানবিলাস ফুলের মধুর খোঁজে ডানা মেলছে চঞ্চল মৌটুসী পাখিরা। শীতের মিষ্টি রোদে এদের নীল-বেগুনি আর হলুদ পালকের দ্যুতি চারপাশের প্রকৃতিতে ছড়িয়ে দিচ্ছে ভিন্ন এক মুগ্ধতা। সেই সৌন্দর্যের কিছু স্থিরচিত্র নিয়ে আজকের ছবির গল্প।