ফুল–পাখির মিতালি

রাঙামাটির কাটাছড়ি এলাকার কাপ্তাই হ্রদবেষ্টিত ‘রাঙা দ্বীপ রিসোর্ট’। সেখানকার বাগানে চীনা হ্যাট আর বাগানবিলাস ফুলের মধুর খোঁজে ডানা মেলছে চঞ্চল মৌটুসী পাখিরা। শীতের মিষ্টি রোদে এদের নীল-বেগুনি আর হলুদ পালকের দ্যুতি চারপাশের প্রকৃতিতে ছড়িয়ে দিচ্ছে ভিন্ন এক মুগ্ধতা। সেই সৌন্দর্যের কিছু স্থিরচিত্র নিয়ে আজকের ছবির গল্প।

গাছের ডালে রাজকীয় ভঙ্গিতে বসে আছে একটি স্ত্রী মৌটুসী।
 গাছের ডালে রাজকীয় ভঙ্গিতে বসে আছে একটি স্ত্রী মৌটুসী।
গাছের মগডালে বসে চারপাশটা পরখ করে নিচ্ছে পুরুষ বেগুনি ‘নীলমণি’ মৌটুসী।
খাবারের সন্ধানে এক গাছ থেকে অন্য গাছে ছোটাছুটি। শুকনা ডালকে ‘পর্যবেক্ষণ কেন্দ্র’ বানিয়ে পতঙ্গের খোঁজ করছে খুদে এই শিকারি।
পরিষ্কার নীল আকাশের ক্যানভাসে কচি ডালের ডগায় জিরিয়ে নিচ্ছে একটি স্ত্রী মৌটুসী।
চীনা হ্যাট ফুলের ডালে বসে থাকা স্ত্রী মৌটুসী দেখছে চারপাশ।
দীর্ঘ বাঁকানো ঠোঁট ডুবিয়ে পরম তৃপ্তিতে চীনা হ্যাট ফুলের মধু পান করছে স্ত্রী মৌটুসী।
ডানা ঝাপটে আকাশেই স্থির থেকে মধু পানের যেন এক অনন্য কসরত দেখাচ্ছে পুরুষ মৌটুসী।
ঘন সবুজ পাতার আড়ালে ডানা গুটিয়ে বসে আছে একটি নীলকণ্ঠী মৌটুসী।
পুরুষ মৌটুসীর শরীরে হলুদ ও কালচে ছোপ জানান দিচ্ছে তার পালক পরিবর্তনের কথা।