ঈদের ছুটিতে সাদাপাথর

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার প্রাকৃতিক পর্যটনকেন্দ্র ভোলাগঞ্জ সাদাপাথর। যেকোনো উৎসবে পর্যটকেরা এখানে ঘুরতে আসেন। পরিবার-পরিজন নিয়ে সাদাপাথরের সৌন্দর্য উপভোগ করেন। পাহাড়ের কোলে স্বচ্ছ পানির পাথুরে নদীতে আনন্দে মেতে ওঠেন। এবারও পবিত্র ঈদুল আজহার ছুটিতে সাদাপাথরে ঘুরতে এসেছেন মানুষজন। ছবিগুলো ঈদের দ্বিতীয় দিন গতকাল রোববার তোলা।

নৌকায় চড়ে সাদাপাথরে যাচ্ছেন পর্যটকেরা
নৌকায় চড়ে সাদাপাথরে যাচ্ছেন পর্যটকেরা
সাদাপাথর এলাকায় পর্যটকের ভিড়
পাথুরে নদীতে ঘুরে বেড়াচ্ছেন অনেকে
জলে ভেসে আয়েশ করছেন দুজন
পরিবার–পরিজন নিয়ে সাদাপাথরে ঘুরতে আসেন অনেকে
সাদাপাথরের স্বচ্ছ জলে হুল্লোড়ে মেতেছেন কয়েকজন
স্বচ্ছ জলে চলছে ছবি তোলা
জল–পাথরে আনন্দে মেতেছে দুই শিশু