এইচএসসি পরীক্ষা

এ বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টায় পরীক্ষা শুরু হয়। এবার ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডে নিয়মিত–অনিয়মিত মিলিয়ে মোট পরীক্ষার্থী প্রায় ১২ লাখ ৫১ হাজার ১১১ জন। এইচএসসি পরীক্ষা শুরু নিয়ে সারা দেশ থেকে পাঠানো ছবি নিয়ে ছবির গল্প—

করোনাভাইরাসের সংক্রমণের কারণে পরীক্ষাকেন্দ্রে ঢোকার আগে সতর্কতা। পাবলিক কলেজ গেট, খুলনা, ২৬ জুন
ছবি: সাদ্দাম হোসেন
সড়ক দুর্ঘটনায় আহত এক শিক্ষার্থী এভাবেই পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করছেন। সরকারি মহিলা কলেজ পরীক্ষাকেন্দ্র, সিলেট, ২৬ জুন
পরীক্ষাকেন্দ্রে প্রবেশের আগে ফটকের সামনে ভিড় করছেন পরীক্ষার্থীরা। শ্যামপুর বালিকা উচ্চবিদ্যালয় ও মহাবিদ্যালয় পরীক্ষাকেন্দ্র, রংপুর, ২৬ জুন
এইচএসসি পরীক্ষা শুরুর আগে শেষবারের মতো পাঠ্যবইয়ে চোখ বুলিয়ে নিচ্ছেন এই পরীক্ষার্থী। শ্যামপুর, রংপুর, ২৬ জুন
এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে, পরীক্ষা দিচ্ছেন শিক্ষার্থীরা। সরকারি মহিলা কলেজ পরীক্ষাকেন্দ্র, সিলেট, ২৬ জুন
দুর্ঘটনায় আহত বরকোটা স্কুল অ্যান্ড কলেজের পরীক্ষার্থী শাহরিন আফরিনের পরীক্ষা দিচ্ছে তাঁর দশম শ্রেণিপড়ুয়া ছোট বোন তৃষা আক্তার। গৌরীপুর সরকারি কলেজ কেন্দ্র, দাউদকান্দি, কুমিল্লা, ২৬ জুন
কেন্দ্রের সামনে অভিভাবক ও শিক্ষার্থীদের ভিড়। সরকারি কলেজ, চট্টগ্রাম, ২৬ জুন
বাংলা প্রথম পত্রের পরীক্ষা দিচ্ছেন শিক্ষার্থীরা। সরকারি কলেজ, চট্টগ্রাম, ২৬ জুন
পরীক্ষার আগে কেন্দ্রের সামনে শিক্ষার্থীদের শেষ মুহূর্তের প্রস্তুতি। আজিমপুর গভ. গার্লস স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা, ২৬ জুন
পরীক্ষাকেন্দ্রে আসতে দেরি হয়ে গেছে এক শিক্ষার্থীর। স্কাউট সদস্যদের সাহায্য নিয়ে দৌড়ে পরীক্ষার হলে ঢুকছেন এই শিক্ষার্থী। সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ, বরিশাল, ২৬ জুন