রংপুরে বরইয়ের জমজমাট বাজার

রংপুরের সিটি বাজারের সামনে গড়ে উঠেছে বরইয়ের অস্থায়ী পাইকারি বাজার। জেলার বিভিন্ন এলাকা থেকে চাষিরা এই বাজারে বরই নিয়ে আসেন। সূর্যমুখী, বলসুন্দরী, বাউকুল, আপেল কুল ও নারকেলি জাতের বরই কিনতে দূরদূরান্তের ক্রেতারা ভিড় করেন এখানে। জাতভেদে এসব বরই প্রতি মণ ৮০০ থেকে ৪ হাজার টাকায় বিক্রি হচ্ছে। বরইয়ের বাজার নিয়ে এবারের ছবির গল্প।

নানা জাতের বরইয়ের পসরা সাজিয়ে রাখা হয়েছে।
নানা জাতের বরইয়ের পসরা সাজিয়ে রাখা হয়েছে।
বিক্রির জন্য নিয়ে আসা হয়েছে বরই।
ক্রেতাদের বরই দেখাচ্ছেন এক চাষি।
টক না মিষ্টি, খেয়ে দেখছেন ক্রেতা।
বিক্রির আগে কার্টন–ভর্তি বরইয়ের ওজন মাপা হচ্ছে।
কেনার পর কার্টনে করে বরই নিয়ে যাওয়া হচ্ছে।
অটোরিকশায় করে নিয়ে যাওয়া হচ্ছে বরই।