রংপুর সদর উপজেলার পালিচড়া হাট ও খুলনার ডুমুরিয়া উপজেলার আঠারো মাইল পাইকারি কাঁচাবাজারে এখন শীতকালীন নানা শাকসবজি বিক্রি হচ্ছে। প্রান্তিক কৃষকেরা এই হাটে নানা শাকসবজি তোলেন। খুচরা ও পাইকারি ক্রেতারা তা কিনে নিয়ে যান। রংপুর ও খুলনার এই দুটি হাটের বেচাকেনার দৃশ্য নিয়ে ছবির গল্প।