পর্যটকে মুখর জাফলং

ঈদের ছুটি শেষ হলেও এখনো ঈদ–আনন্দের রেশ কাটেনি। পরিবার-পরিজন নিয়ে এখনো ঈদ–আনন্দে ভাসছেন অনেকেই। সিলেটের সীমান্তবর্তী গোয়াইনঘাট উপজেলায় অবস্থিত দেশের অন্যতম পর্যটন এলাকা জাফলং। সিলেটে ঘুরতে আসা বেশির ভাগ মানুষের প্রিয় স্থানের তালিকায় থাকে জাফলং। পিয়াইন নদের স্বচ্ছ জলের সৌন্দর্য উপভোগ করতে সারা বছরই এখানে কমবেশি পর্যটক বেড়াতে আসেন। ঈদের ছুটির এ সময়ে জাফলংয়ে বেড়াতে এসেছেন লোকজন। ছবিগুলো গতকাল মঙ্গলবার বিকেলে তোলা।

আকাশ, পাহাড় আর পিয়াইন নদের স্বচ্ছ পানির মায়ায় পর্যটকেরা এখানে ছুটে আসেন
আকাশ, পাহাড় আর পিয়াইন নদের স্বচ্ছ পানির মায়ায় পর্যটকেরা এখানে ছুটে আসেন
টিলার সিঁড়ি দিয়ে নদে নামেন পর্যটকেরা। কেউ নামছেন কেউ ফিরছেন
দল বেঁধে জাফলয়ে ঘুরতে এসেছেন কয়েকজন
জাফলংয়ে মূল আকর্ষণ জিরো পয়েন্ট এলাকা
নদের স্বচ্ছ পানিতে পর্যটকেরা
কেউ পাথরের স্তূপে হাঁটছেন, কেউ শীতল পানিতে গা ভাসিয়ে বসে আছেন
হিমশীতল পানিতে নেমেছেন ঘুরতে আসা দুজন
পানিতে পা রেখে পাথরে বসে থাকা একজনের ছবি তুলে দিচ্ছেন আরেকজন
কোথাও কোথাও নদীতে স্রোত নেই। সেই স্থানে পর্যটকেরা নিজেরাই নৌকা চালিয়ে ঘুরে বেড়ান
নৌকায় ঘুরে বেড়াচ্ছে একটি পরিবার
মাঝির কাঠের নৌকায় উঠে আনন্দিত শিশুরা
পিয়াইন নদের ছোট-বড় পাথরের ওপর হাঁটছেন কয়েজন
শুকনা মৌসুমে পানি কম থাকায় নদের এক পাশে দোকানপাট খুলেছেন পর্যটকনির্ভর ব্যবসায়ীরা