Thank you for trying Sticky AMP!!

বনের কাঁঠাল খায় বানর

সিলেটের শহরতলিতে আছে কয়েকটি চা-বাগান। প্রতিটি বাগানের টিলায় রয়েছে ছোট-বড় অসংখ্য কাঁঠালগাছ। গ্রীষ্মের এ সময়ে গাছে গাছে পাকতে শুরু করে বাগানের কাঁঠাল। চা-বাগানে ঘুরতে গেলে নাকে আসে কাঁঠালের ঘ্রাণ। দিনভর এসব কাঁঠালগাছে বসে কাঁঠাল খায় বানরের দল। ছবিগুলো সিলেটের শহরতলির মালনীছড়া চা-বাগান এলাকা থেকে তোলা।

কাঁঠালগাছে উঠেছে এক বানরশাবক।
গাছে ওঠার জন্য অপেক্ষায় এক বানর।
কাঁঠালগাছের ডালে বসে আছে বানর।
কাঁঠাল খাওয়া শেষে বসে আছে বানরটি।
বানরের ঠেলাঠেলিতে বোঁটা খসে নিচে পড়েছে কাঁঠাল।
কাঁঠাল খাওয়া শেষে গাছের ডালে বসে আছে একটি বানর।
গাছে উঠে কাঁঠাল খাচ্ছে একটি বানর।
কাঁঠাল খেয়ে ডালে বসে আছে বানরটি।
ডাল-পাতার আড়ালে বসে কাঁঠাল খাচ্ছে বানরটি।
মাটিতে পড়ে থাকা কাঁঠাল খাচ্ছে একটি বানর।
চা-বাগানের গাছগুলোয় কাঁঠালের ফলন হয় ভালো।
চা-বাগানের টিলায় সারি সারি কাঁঠালগাছ।