কর্ণফুলী ও গাঙচিলের মিতালি

কর্ণফুলীর শান্ত জলরাশি এখন মুখর গাঙচিলের কলকাকলিতে। বছরের প্রায় সময় এদের দেখা গেলেও শীতের এ সময়ে গাঙচিলের ঝাঁক মাতিয়ে রাখে নদীর সদরঘাট এলাকা। খাবারের আশায় মাছ ধরার নৌকা বা যাত্রীবাহী জাহাজের পিছু পিছু উড়ে চলে তারা। যাত্রীরাও খাবার ছিটিয়ে তাদের কাছে ডাকে। চট্টগ্রাম নগরের সদরঘাট এলাকায় কর্ণফুলী ও গাঙচিলের এই অপূর্ব মিতালির ছবি নিয়ে এই ছবির গল্প।

কর্ণফুলীর বুকে ভেসে আছে কয়েকটি গাঙচিল।
কর্ণফুলীর বুকে ভেসে আছে কয়েকটি গাঙচিল।
শীত মানেই কর্ণফুলীর বুকে এদের বিচরণ। বছরের প্রায় সময় এদের দেখা গেলেও শীতে তীরের কাছাকাছি বেশি দেখা যায়।
একটি মাছ বা যাত্রীর ছুড়ে দেওয়া খাবারের জন্য তাদের এই অধীর অপেক্ষা।
যাত্রীদের ছুড়ে দেওয়া খাবার শূন্যেই লুফে নেয় দক্ষ শিকারি। মানুষ ও পাখির এই মিতালি কর্ণফুলীর চেনা দৃশ্য।
নদীর বুকে ডানামেলা গাঙচিলেরা।
কে কার আগে খাবারটি লুফে নেবে, শূন্যে ডানা ঝাপটে চলে তারই তুমুল প্রতিযোগিতা।
নৌকা দেখলে খাবারের আশায় সেখানে ঘোরাঘুরি করে গাঙচিলেরা।
গাঙচিল ও নৌকার যাত্রীদের মধ্যে গড়ে ওঠে সখ্য।
গাঙচিলের ডানা মেলার এই দৃশ্য কর্ণফুলীর সৌন্দর্যকে বাড়িয়ে তোলে বহুগুণ।