বগুড়ায় সড়কে অনিয়ম

বগুড়া শহরের সড়কগুলোয় কোথাও সারি সারি গাড়ি দাঁড় করিয়ে রাখা হয়েছে, কোথাও-বা ব্যারিকেডের ফাঁক গলে চলাচল করছেন মানুষ। আবার অনেক জায়গায় সড়ক বিভাজকের ভাঙা অংশের ফাঁক গলে চলাচল করছেন পথচারীরা। নিয়ম না মানায় ভোগান্তি পোহাচ্ছেন শহরবাসী। বগুড়ার শহরের সাতমাথা, কবি নজরুল ইসলাম সড়ক, থানা মোড়, ফতেহ আলী বাজার মোড় ও চেলোপাড়া এলাকা ঘুরে ছবিগুলো তোলা—

সড়ক বিভাজকের ভাঙা অংশের ফাঁক গলে পার হচ্ছেন পথচারীরা।
সড়ক বিভাজকের ভাঙা অংশের ফাঁক গলে পার হচ্ছেন পথচারীরা।
সড়কজুড়ে ব্যাটারিচালিত অটোরিকশার দাপট।
ব্যস্ততম সাতমাথায় যানবাহন আটকে রেখেছে ট্রাফিক পুলিশ।
সরু সড়কে ব্যাটারিচালিত অটোরিকশার জট লেগেছে।
রেলক্রসিংয়ের ব্যারিকেড গলে যাওয়ার চেষ্টা করছেন এক মোটরসাইকেলচালক।
সড়কে হেলে পড়া বিভাজকের ভাঙা অংশ দিয়ে চলাচল করছেন পথচারীরা।
ট্রেন আসছে, ব্যারিকেড নেমেছে; এরপরও ছুটে চলেছে যানবাহন।
সড়কের বড় একটা অংশজুড়ে রাখা হয়েছে সারি সারি সিএনজিচালিত অটোরিকশা।
সড়কে বসেছে দোকান, যানজটে থমকে আছে যানবাহন।
সড়কের এক পাশে সারি সারি দোকান। এর মাঝখান দিয়ে চলছে যানবাহন।