স্টিলের আসবাবের চাহিদা বাড়ছে

কাঠের বিকল্প হিসেবে জনপ্রিয় হয়ে উঠছে স্টেইনলেস স্টিলের (এসএস) আসবাব। মজবুত, টেকসই ও দামে সাশ্রয়ী হওয়ায় দিন দিন বাড়ছে এ শিল্পের চাহিদা। স্টিলের খাট, সোফা, আলনা, খাটিয়া, দরজা-জানালা, এমনকি শিশুদের খেলনা তৈরিতে গড়ে উঠছে ছোট ছোট কারখানা। কারখানার ভেতর থেকে বাজার আর ব্যবহার পর্যন্ত—স্টেইনলেস স্টিল শিল্পের কিছু ঝলক ধরা পড়েছে এই ছবির গল্পে।

দোকানে সাজানো স্টেইনলেস স্টিল বক্স ও রাউন্ড পাইপ
দোকানে সাজানো স্টেইনলেস স্টিল বক্স ও রাউন্ড পাইপ
পণ্য তৈরির জন্য পাইপ বাঁকানো হচ্ছে
এভাবে স্টিলের পাইপ বাঁকিয়ে তৈরি করা হয় নানা পণ্য
কারখানায় চলছে স্টিলের পণ্য তৈরির কাজ
কারখানার স্টোরে তৈরি করা ডিজাইন পোল
কারখানা তৈরি করা হচ্ছে বাসার জন্য স্টিলের ফটক
ভবনে শোভা পাচ্ছে স্টিলের বেলকনি
বিদ্যালয়ের মাঠে স্থাপন করা হয়েছে এসএস পাইপের তৈরি শিশুদের খেলনা
কারখানায় তৈরি করে রাখা হয়েছে লাশের খাটিয়া